Friday, March 24, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিযুদ্ধের প্রভাব গেমে

যুদ্ধের প্রভাব গেমে

ইউক্রেনের গেম চুরি রুশ হ্যাকারদের

ইউক্রেনের ডেভেলপার জিএসসি গেম ওয়ার্ল্ড তাদের স্টকার সিরিজ নিয়ে বিপাকে পড়েছে। সম্প্রতি গেমিং কম্পানিটির এক কর্মীর অ্যাকাউন্ট থেকে ওয়ার্ক উইথ ইমেজ অ্যাপ্লিকেশন হ্যাক করে রুশ হ্যাকাররা। আসন্ন স্টকার ২ গেমের কিছু দৃশ্য চুরি করে তারা। রুশ সামাজিক যোগাযোগ মাধ্যম ভিকেতে গেমের কিছু দৃশ্য পোস্ট করে এবং দাবিদাওয়া তুলে ধরে। দাবি পূরণ না হলে গেমটির ৩০ গিগাবাইট অনলাইনে ফাঁসের হুমকি দিয়েছে ‘ভিসনিক টিএসএস গ্রুপের’ হ্যাকাররা। তাদের দাবি, রাশিয়া ও বেলারুশের গেমারদের প্রতি মনোভাব বদলাতে হবে। দেশ দুটির সাধারণ গেমারদের কাছে ক্ষমা চাইতে হবে। এক বছর আগে গেমটিতে রুশ ভয়েস ওভার না রাখার ঘোষণা দিয়েছিল গেমিং কম্পানিটি। রাশিয়ায় স্টকার ২ বিক্রি করা হবে না বলেও জানায় তারা। এই দুই সিদ্ধান্ত থেকে সরে আসতে বলে হ্যাকাররা। এ ছাড়া জিএসসি গেম ওয়ার্ল্ডের অফিশিয়াল সার্ভার থেকে ‘এনএফ স্টার’ প্রফাইল থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত দিয়েছে হ্যাকাররা। চলতি বছরের অন্যতম আলোচিত পিসি গেম হবে ‘স্টকার ২ : হার্ট অব চেরনোবিল’।    সূত্র : টেক স্পট

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments