যুক্তরাষ্ট্রে সেন্সাস ব্যুরোর ২০২০ সালের আদমশুমারির দেশব্যাপী কার্যক্রম আগামী ৫ অক্টোবর শেষ হচ্ছে। সেনসাস ব্যুরো কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এদিকে, ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার এভিনিউর স্টারলিং ফার্মেসীর সামনে গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সাউথ এশিয়ান ফাউন্ডেশন ফর এডুকেশন, স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং-সেফেস্ট বাংলাদেশী কমপ্লিট কাউন্ট কমিটি ২০২০ সেনসাস কর্তৃপক্ষের সাথে যৌথভাবে সেনসাস এর কার্যক্রমে অংশগ্রহণ করে। এদিন সেফেস্ট ও সেনসাস কর্তৃপক্ষ যৌথভাবে বিপুল সংখ্যক মানুষকে সেনসাসের ফর্ম ফিল আপ করান বলে আয়োজকরা জানান।

সেফেস্ট’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাজেদা উদ্দিনের সভাপতিত্বে এবং মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মানের পরিচালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভেদা, স্থানীয় অ্যাসেম্বলীওমেন ক্যারিনা রাইস, নিউইয়র্ক সিটি কাউন্সিলে ২০২১ এর নির্বাচনে কাউন্সিলম্যান রুবিন দিয়াজের শূন্য আসনে (সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ১৮) প্রতিদ্বন্দ্বিতাকারী আমান্ডা ফেরীয়াস, ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার জাস্টিন ওয়েস্টব্রুক লোয়ারী, বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির প্রেসিডেন্ট শামীম আহমেদ, নিউইয়র্ক রিজিওনাল সেন্সাস সেন্টারের সেন্সাস রিক্রুটিং এসিস্টেন্ট শামস প্রমুখ।

সেফেস্ট’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাজেদা উদ্দিন সেন্সাসে অংশ গ্রহণ করার জন্য বাংলাদেশীদের আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রতিটি ব্যক্তিকে গণনার আওতায় নিয়ে আসার সেন্সাস ব্যুরোর চলমান কার্যক্রমে সেফেস্ট সর্র্বাত্মক সহযোগিতা প্রদান করে যাচ্ছে।