বাংলাদেশের বরন্য রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, সিলেট উন্নয়নের রুপকার মরহুম এম সাইফুর রহমানের স্মৃতিবাহী সংগঠন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্রের কার্যকরী কমিটির প্রথম আনুষ্ঠানিক ভারচুয়্যাল কনফারেন্স গত ১৩ই মার্চ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি লায়েকুল হাসান তরফদারের সভাপত্বিতে এবং সাধারন সম্পাদক আহবাব চৌধুরী খোকনের পরিচালনায় সভায় অতিথি হিসাবে যুক্ত হন সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য মনজুর আহমদ চৌধুরী, চৌধুরী সালেহ আহমদ, আনোয়ার আক্তার শিউলি, বদরুল চৌধুরী শিপলু (ক্যালিফোর্নিয়া), তৌফিকুল আম্বিয়া (কানেকটিকাট), আব্দুল বাছিত (ক্যালিফোর্নিয়া), ফারুক চৌধুরী এবং ফজলুর রহমান। বক্তব্য রাখেন সংগটনের সহ সভাপতি সৈয়দ গৌছুল হোসেন, ওবায়দুল হক শিবলু, লোকমান হোসেন (নিউজার্সী), মোশারফ হোসেন চৌধুরী লিটু (মিশিগান), এমদাদ হোসেন চৌধুরী দিপু, মৌলানা রশিদ আহমদ, আব্দুর রহিম, মানিক আহমদ, লিয়াকত আলী, যুগ্ন সাধারন সম্পাদক জুবায়ের খান জুয়েল, খলিলুর রহমান, শাহ কামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক এমদাদুর রহমান তরফদার, সহ সংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ, শাহবাজ আহমদ, কোষাধ্যক্ষ রিপন মিয়া, ক্রীড়া সম্পাদক শাহ্ জাবের আহমদ, সমাজ কল্যান সম্পাদক হাবিবুর রহমান সুমন, প্রচার সম্পাদক চৌধুরী মোমিত তানিম, শামসুল খান, মাহমুদুর রহমান সুমন, রায়হান আহমদ প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, আগামী ৫ই সেপ্টেম্বর যথাযোগ্য মর্যাদায় মরহুম এম সাইফুর রহমানের মৃত্যু বার্ষিকী পালন সহ উনার পৈত্রিক বাড়ী মৌলভীবাজারের বাহার মর্ধনে দোয়া মাহফিল ও গরীব অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ, যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেটে দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং উনার কর্মময় জীবনের উপর একটি ডকুমেম্টারী প্রকাশ।