যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ক্রিসমাস প্যারেডে গাড়ি হামলার ঘটনায় আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। আহত হয়েছেন ৪৮ জন। আহত কয়েকজন শিশুকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।
হামলায় নিহত ওই শিশুটির নাম জ্যাকসন স্পার্কস, তার বয়স ৮ বছর। রবিবার ক্রিসমাস প্যারেড চলাকালীন সে তার ১২ বছর বয়সী ভাই টাকারের সঙ্গে দাঁড়িয়ে ছিল। তার ভাইও এ হামলায় গুরুতর আহত হয়।
এরই মধ্যে হামলাকারীকে চিহ্নিত করেছে পুলিশ। তার নাম ড্যারেল ব্রুকস। ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি পারিবারিক নির্যাতনের এক মামলায় জামিনে ছিলেন। তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
মিলওয়াকি থেকে প্রায় ২০ মাইল পশ্চিমে ওয়াউকেশার ডাউনটাউনের মধ্য দিয়ে আনন্দ মিছিল যাওয়ার সময় একটি লাল এসইউভি গাড়ি পার হয়ে যাওয়ার জন্য হর্ন দিচ্ছিল। এরপর মিছিলের মধ্য দিয়ে গাড়িটি চালিয়ে দেওয়ায় দুর্ঘটনা ঘটে।