যুক্তরাষ্ট্রের কেনোশাতে বিক্ষোভকারীদের ওপর গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ২ জন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরো একজন। এ সপ্তাহের প্রথমে পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর পর আন্দোলন দানা বাঁধতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হলেও আন্দোলনকারীরা তা অমান্য করেই আন্দোলন অব্যাহত রাখেন। এরইমধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে এই হামলার সঙ্গে কে যুক্ত ছিল তা পুলিশের বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ধারণা করা হচ্ছে, আন্দোলনকারী ও গ্যাস স্টেশনের নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলে সেখান থেকেই এই গুলির ঘটনা ঘটে। গত রোববার থেকেই এই আন্দোলন চলছে।
নিহতদের পরিচয় উদ্ধারে কাজ করে কেনোশার পুলিশ। এ নিয়ে একটি তদন্ত চালু করা হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রদান করা হবে বলে জানানো হয়েছে। তবে ঘটনার পরেই সেখানকার একটি ফুটেজ ছড়িয়ে পরে অনলাইনে। এতে দেখা যায়, এক ব্যক্তি রাইফেল হাতে দৌড়াচ্ছেন এবং ক্ষুব্ধ মানুষের একটি দল তাকে ধাওয়া করছে। এক পর্যায়ে ওই ব্যক্তি পরে যান এবং তিনি বাধ্য হন একাধিক গুলি করতে। গুলির শব্দ শুনেই রাস্তায় থাকা বিক্ষোভকারীরা পালাতে শুরু করেন। অবস্থা নিয়ন্ত্রণে সেখানে আরো নিরাপত্তা বাহিনীর সদস্য প্রেরনের সিদ্ধান্ত নিয়েছেন প্রদেশটির গভর্নর উইসকনসিন।