Friday, July 26, 2024
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAযুক্তরাষ্ট্রে অচলাবস্থা এড়াতে সিনেটে বিল পাশ

যুক্তরাষ্ট্রে অচলাবস্থা এড়াতে সিনেটে বিল পাশ

যুক্তরাষ্ট্রে আংশিক সরকারি অচলাবস্থা এড়াতে কংগ্রেসে ১.২ লাখ কোটি ডলারের তহবিল প্যাকেজ পাশ করা হয়েছে। শুক্রবার দুপুর ২টায় (স্থানীয় সময়) সিনেটে ৭৫-২২ ভোটে বিলটি পাশ করেছেন মার্কিন আইন প্রণেতারা।

কংগ্রেসে অনুমোদিত সমালোচনামূলক আইনটি পাশের জন্য নির্ধারিত সময়ের দুই ঘণ্টারও বেশি সময় ভোটগ্রহণের পরে বিলটি পাশ হয়। তহবিল প্যাকেজের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা, নিরাপত্তা খাত, শ্রম খাত, স্বাস্থ্য ও মানবসেবা, শিক্ষাসহ গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমে অর্থায়ন করা হবে।

বিলটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সইয়ের জন্য তার দপ্তরে পাঠানো হয়েছে। সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, ‘এটি সহজ ছিল না। তবে আমাদের প্রচেষ্টার কারণে এটি সম্ভব হয়েছে।’ ওয়াশিংটন পোস্ট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments