Tuesday, May 30, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিযুক্তরাষ্ট্রের দেউলিয়া ব্যাংক কিনতে চান ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের দেউলিয়া ব্যাংক কিনতে চান ইলন মাস্ক

মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দেউলিয়া হয়ে গেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। শুক্রবার স্থানীয় সময় সকালে এমনটি ঘটে। যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানে ব্যর্থতার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ঘটনা এটি। ব্যাংকটি দেউলিয়া হওয়ার পরপরই সেটি কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। খবর এনডিটিভির। 

ব্যাংকটিকে কর্তৃপক্ষ দেউলিয়া ঘোষণার পরপরই ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান রেজর-এর প্রধান নির্বাহী মিন-লিয়াং থান এক টুইটে বলেন, টুইটারের উচিত সিলিকিন ভ্যালি ব্যাংকটি কিনে নেওয়া এবং সেটিকে ডিজিটাল ব্যাংকে পরিণত করা। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জবাবে পালটা টুইট করে ব্যাংক কেনার বিষয়ে নিজের অবস্থান ব্যক্ত করেন ইলন মাস্ক। তিনি টুইটে লিখেন, আমিও বিষয়টি নিয়ে ভাবছি।

প্রসঙ্গত, গত বুধবার ব্যাংকটির চাকা বন্ধের উপক্রম হয়। এসভিবি ঘোষণা দেয়, লোকসানের কারণে বড় সংখ্যক শেয়ার বিক্রি করা হয়েছে। এমনকি বলা হয়, ব্যালেন্স শিটে ঘাটতি মোকাবিলায় নতুন করে আরও ২২৫ কোটি ডলারের শেয়ার বিক্রি করা হতে পারে। এরপরই ভেনচার ক্যাপিটাল কোম্পানিগুলোর মাঝে তোড়জোড় দেখা দেয়। তারা দ্রুত ব্যাংক থেকে টাকা তুলে নিতে শুরু করে। এরপর শুক্রবার সকালে এসভিবি তাদের শেয়ার বন্ধ করে দেয়।

বেটার মার্কেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেনিস এম কেলেহার বলেন, এসভিবির অবস্থার এত দ্রুত অবনতি হয়েছিল যে এটি আর পাঁচ ঘণ্টাও টিকে থাকার অবস্থায় ছিল না। কারণ আমানতকারীরা আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে নিচ্ছিলেন। ফলে ব্যাংকটি মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দেউলিয়া হয়ে যায়।

I’m open to the idea— Elon Musk (@elonmusk) March 11, 2023

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments