Tuesday, May 30, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিযুক্তরাষ্ট্রের কিশোর-কিশোরীদের কাছে ইউটিউব বেশি জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের কিশোর-কিশোরীদের কাছে ইউটিউব বেশি জনপ্রিয়

টিকটক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়ে ইউটিউবের জনপ্রিয়তা বেশি যুক্তরাষ্ট্রের কিশোর- কিশোরীদের কাছে। সম্প্রতি পিউ রিসার্চের এক গবেষণায় এ তথ্য জানা গেছে। জরিপের তথ্য অনুযায়ী, এই বয়সীদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় ইউটিউব। মার্কিন  কিশোর-কিশোরীদের ৯৫ শতাংশ অ্যাপটি ব্যবহার করে।

এর মধ্যে প্রতি পাঁচজনে একজন দিনরাত ইউটিউবেই পড়ে থাকে। জনপ্রিয়তার দিক দিয়ে ইউটিউবের পরেই রয়েছে টিকটক। যুক্তরাষ্ট্রের ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরদের মধ্যে ৬৭ শতাংশ টিকটক ব্যবহার করে। এর মধ্যে ১৬ শতাংশ কিশোর-কিশোরী সারাক্ষণ অ্যাপটিতেই থাকে। ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট ব্যবহারের হার যথাক্রমে ৬২ ও ৫৯ শতাংশ। তবে জেনারেশন জেডের (১০ থেকে ২৫ বছর বয়সী) কাছে ফেসবুক ও টুইটারের আবেদন বেশ কম। এই জেনারেশনের ৩২ শতাংশের ফেসবুক এবং ২৩ শতাংশের টুইটার অ্যাকাউন্ট আছে। অথচ সাত বছর আগে এই হার ছিল ৭১ শতাংশ। টুইটার অ্যাকাউন্ট ছিল ৩৩ শতাংশের। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে টুইট, হোয়াটসঅ্যাপ, রেডিট ও টাম্বলার ব্যবহারের হার যথাক্রমে ২০, ১৭, ১৪ ও ৫ শতাংশ।

 সূত্র : অ্যানড্রয়েড হেডলাইনস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments