Friday, June 9, 2023
spot_img
Homeধর্মযুক্তরাষ্ট্রের কারমেলে প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

যুক্তরাষ্ট্রের কারমেলে প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিস রাজ্যের কারমেল সিটির প্রথম মসজিদ ও ইসলামিক লাইফ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) কারমেলের শেলবোর্ন রোডে দীর্ঘদিনের বাধাবিপত্তি পেরিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এর নির্মাণকাজ শুরু করে আল-সালাম ফাউন্ডেশন। এ সময় মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে উপস্থিত ছিলেন কারমেলের সিটি মেয়র জেমস ব্রেইনার্ড, কংগ্রেসম্যান আন্দ্রে কারসন, কমিউনিটির সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এতে কারমেল, ওয়েস্টফিল্ড ও জায়ন্সভিলের সবাই এখানে এসে নামাজে অংশ নিতে পারবেন।

আল-সালাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট নাদিম আখলাক বলেছেন, ‘আনন্দ ও উচ্ছ্বাসে আজ আমার অন্তর খুবই প্রকম্পিত হচ্ছে। আমার ৫৪ বছরের জীবনে আজকের মতো এমন অনুভূতি পাইনি। ’ আল-সালাম ফাউন্ডেশনের সভাপতি আশহার মাদনি বলেছেন, ‘আমরা প্রতিদিন দিনে ও রাতে পাঁচবার এবং সাপ্তাহিক ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করি। তা ছাড়া রাতের নামাজ ও রমজানের পুরো মাস রোজা রাখি। ঈদের উৎসব পালন করি। ’

ইসলামিক লাইফ সেন্টারের মধ্যে সুন্দর মিনারসহ একটি মসজিদ থাকবে। এর সঙ্গে শ্রেণিকক্ষ, অফিস কক্ষ, জিমনেসিয়াম ও রান্নাঘরও অন্তর্ভুক্ত। বাইরে পার্কিংয়ের স্থানও থাকবে। দুই বছরের মধ্যে মসিজদের নির্মাণকাজ শেষ করে ২০২৪ সালে তা উদ্বোধনের পরিকল্পনা আছে।

ইসলামিক সেন্টারের সদস্য সাদাফ জানান, মসজিদের জায়গাটি জুমার নামাজের জন্য খুবই প্রয়োজন ছিল। বিশেষত শুক্রবার জুমার নামাজে ও রমজান মাসে অনেক মানুষ এখানে আসেন। কোরআন অধ্যয়ন, খাবার অনুষ্ঠান, বাস্কেটবল গেম, আন্তর্ধর্মীয় মিটিং এবং কমিউনিটির সবার জন্য তা সেন্টার হিসেবে ব্যবহৃত হবে। ২০১৮ সালে আল-সালাম ফাউন্ডেশন মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।

সূত্র : ইন্ডিস্টার

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments