যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে দুজনের প্রাণহানি ঘটেছে এবং একজন আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বন্দুক হামলাটি ঘটে।
আলাবামা পুলিশ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, ভেস্তাভিয়া হিলস শহরের সেন্ট স্টিফেন এপিস্কোপাল গির্জায় বন্দুক হামলার ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৩৪ হাজার মানুষের বসবাসের ভেস্তাভিয়া হিলস শহরের গির্জাটির ওয়েবসাইটে বলা হয়েছে, নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানেই হামলা চালানো হয়েছে।
পুলিশ ক্যাপ্টেন শেন ওয়্যার সাংবাদিকদের বলেছেন, হামলাকারী একাই গির্জায় ঢুকে গুলি চালাতে শুরু করে। এতে দুজন প্রাণ হারায়। এ ছাড়া আরেকজন আহত হয়েছেন, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সূত্র : নিউ ইয়র্ক টাইমস।