Friday, September 22, 2023
spot_img
Homeবিনোদনযারা পেলেন এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

যারা পেলেন এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’ এর আয়োজন সম্পন্ন হয়েছে। আর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনয়শিল্পী ইলিয়াস কাঞ্চন ও ডলি জহুর। তবে ইলিয়াস কাঞ্চন বিদেশে থাকায়, তার পক্ষে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন নায়কের ভাগ্নি জান্নাতে নূর। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে দুই বছর পর নিজে উপস্থিত হয়ে পুরষ্কারজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক নজরে দেখে নিন ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’ বিজয়ীদের-
শ্রেষ্ঠ চলচ্চিত্র (যৌথভাবে) : লাল মোরগের ঝুঁটি (মাতিয়া বানু শুকু) ও নোনাজলের কাব্য (রেজওয়ান শাহরিয়ার সুমিত)
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)
শ্রেষ্ঠ অভিনেতা (যৌথভাবে) : মো. সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল)
শ্রেষ্ঠ অভিনেত্রী (যৌথভাবে) : আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য)
শ্রেষ্ঠ অভিনেতা-পার্শ্ব চরিত্রে : এম ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য)
শ্রেষ্ঠ অভিনেত্রী-পার্শ্ব চরিত্রে : শম্পা রেজা (পদ্মপুরাণ)
শ্রেষ্ঠ অভিনেতা-খল চরিত্রে : মো. আবদুল মান্নান জয়রাজ (লাল মোরগের ঝুঁটি)
শ্রেষ্ঠ অভিনেতা-কৌতুক চরিত্রে : প্রভাষ কুমার ভট্টাচার্য্য মিলন (মৃধা বনাম মৃধা)
শ্রেষ্ঠ শিশুশিল্পী : আফিয়া তাবাসসুম (রেহানা মরিয়ম নূর)
শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার : জান্নাতুল মাওয়া ঝিলিক (যা হারিয়ে যায়)
শ্রেষ্ঠ সংগীত পরিচালক : সুজেয় শ্যাম (যৈবতী কন্যার মন)
শ্রেষ্ঠ গায়ক : কে. এম. আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন (শোনাতে এসেছি আজ-পদ্মপুরাণ)
শ্রেষ্ঠ গায়িকা : চন্দনা মজুমদার (দেখলে ছবি পাগল হবি-পদ্মপুরাণ)
শ্রেষ্ঠ গীতিকার : প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন)
শ্রেষ্ঠ সুরকার : সুজেয় শ্যাম (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন)
শ্রেষ্ঠ কাহিনিকার : রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার : নূরুল আলম আতিক (লাল মোরগের ঝুঁটি)
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা : তৌকীর আহমেদ (স্ফুলিঙ্গ)
শ্রেষ্ঠ সম্পাদক : সামির আহমেদ (লাল মোরগের ঝুঁটি)
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক : শিহাব নূরুন নবী (নোনাজলের কাব্য)
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (দলগত) : সৈয়দ কাশেফ শাহবাজি, সুমন কুমার সরকার, মাজহারুল ইসলাম রাজু (লাল মোরগের ঝুঁটি)
শ্রেষ্ঠ শব্দগ্রাহক: শৈব তালুকদার (রেহানা মরিয়ম নূর)
শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা: ইদিলা কাছরিন ফরিদ (নোনাজলের কাব্য)
শ্রেষ্ঠ মেক-আপম্যান (দলগত) : মো. ফারুখ, মো. ফরহাদ রেজা মিলন (লাল মোরগের ঝুঁটি)
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : আকা রেজা গালিব (ধড়)
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র : কাওসার চৌধুরী (বধ্যভূমিতে একদিন)
মুজিববর্ষের বিশেষ চলচ্চিত্র : টুঙ্গিপাড়ার মিয়া ভাই (পিংকি আক্তার)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments