একজন ওমরাহযাত্রী যতবার ইচ্ছা ওমরাহ পালনের সুযোগ পাবেন বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। ওমরাহ পালনে নির্দিষ্ট সংখ্যা নির্ধারিত না হলেও ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্দিষ্ট সময়ে তা পালন করতে হবে।
সৌদি গেজেট সূত্রে জানা যায়, ওমরাহ ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে। এই মেয়াদের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদিতে প্রবেশ ও প্রস্থান করা যাবে এবং সৌদির ভেতর যেকোনো স্থানে ভ্রমণ করা যাবে। তা ছাড়া সৌদির বিমানবন্দর হয়ে ভ্রমণকারী যাত্রীরা ফ্রি ট্রানজিট ভিসা নিয়ে ৯৬ ঘণ্টার জন্য মক্কা ও মদিনা ভ্রমণসহ ওমরাহ পালনের সুযোগ পাবেন।
গত বছর ৩০ জুলাই থেকে ১৪৪৪ হিজরির ওমরাহ মৌসুম শুরু হয়। গত ছয় মাসে ৫০ লাখের বেশি লোক ওমরাহ পালন করেন। তাঁদের মধ্যে ৪২ লাখ ৫৮ হাজার ১৫১ জন মুসল্লি নিজ দেশের উদ্দেশে ফিরে গেছেন। বর্তমানে সৌদিতে পাঁচ লাখ ৮২ হাজার ৬১৩ জন অবস্থান করছেন।
সূত্র : সৌদি গেজেট