ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ছাড়াও করিম বেনজেমার গোল এবং গোলরক্ষক থিবাউট কুর্তোয়ার দারুণ কিছু সেভে গতকাল লা লিগায় জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। লেভান্তেকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে লজ্জার রাত কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। টটেনহামের বিপক্ষে ৬ গোল হজম করেছে দলটি।
রিয়ালের হয়ে ভিনসিয়াস জুনিয়র প্রথম গোলটি করেন ১৬ মিনিটে। অতিরিক্ত সময়ে রিয়ালকে আরো একটি গোল এনে দেন বেনজেমা। দারুণভাবে বল বানিয়ে দেন রদ্রিগো। এখন ৪ ম্যাচে এটা রিয়ালের তৃতীয় জয়। আর ১০ পয়েন্টও চলে এসেছে। ফরাসি ফুটবলার বেনজেমা রিয়াল মাদ্রিদের পঞ্চম ফুটবলার হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫০ গোলের মাইলফলকে পা রেখেছেন। সবচেয়ে বেশি গোল রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর (৪৫০)।
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ২-১ ব্যবধানে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেডকে। আর্সেনালের সাকা ও পেপে গোল করেছেন। বেলেরিন দুটি গোলে অ্যাসিস্ট করেছেন। তবে ওল্ড ট্রাফোর্ডে নাক কাটা গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ১০ জনের ইউনাইটেড ৬-১ ব্যবধানে হেরেছে টটেনহ্যামের কাছে। সন ও হ্যারি কেন ২টি করে গোল করেছেন।
২৮ মিনিটে মার্শিয়াল লাল কার্ড পেলে ১০ জনের দল হয়ে যায় ইউনাইটেড। আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চতুর্থস্থানে রয়েছে। ইউনাইটেড ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে নেমে গেছে ১৬ নম্বরে। এদিকে ইতালির লিগ সিরিএ তে পয়েন্ট হারিয়েছে ইন্টারমিলান। ১-১ গোলে তারা ড্র করেছে ল্যাজিও সঙ্গে। এই ম্যাচের সময় করোনা ভাইরাসের কালো ছায়া তখন ইতালিতে।
সামনে অনেক ম্যাচ স্থগিত হওয়ার পথে। আটলান্টা অবশ্য আগের ম্যাচে জয় নিয়ে ৯ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ কাল ৪-৩ গোলে জয় পেয়েছে হার্থা বার্লিনের বিপক্ষে। লেভানডফস্কি চার গোল করেছেন। লাভ হয়নি সেটা।