মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের কার্যকরী কমিটি, ট্রাস্টিবোর্ড ও নির্বাচন কমিশনের এক যৌথ সভা গত ২১শে সেপ্টেম্বর সোমবার বিকেল ৫টায় এস্টোরিয়া বৈশাখী রেস্টুরেন্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সোসাইটির সভাপতি সোহান আহমেদ টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মামুনের পরিচালনায় আসন্ন নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্হিত নেতৃবৃন্দ। সামাজিক দূরত্ব নিশ্চিত করে ও স্বাস্হ্য বিধি মেনে নির্বাচনের সকল কার্য্যক্রম সম্পাদন করা হবে এবং করোনা ভাইরাস পরিস্হিতি বিবেচনাক্রমে প্রয়োজন বোধে নির্বাচন সাময়িক ভাবে স্হগিত করা হবে বলে যৌথ সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়। আগামী ২৮ সেপ্টেম্বর সোমবার এস্টোরিয়াস্হ বৈশাখী রেস্টুরেন্ট প্রাঙ্গণে বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত নমিনেশন প্যাকেজ বিতরন, ৪ অক্টোবর নমিনেশন পেপার গ্রহন, ১১ অক্টোবর নমিনেশন প্রত্যাহার ও ৮ নভেম্বর রবিবার নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়।
উল্লেখ্য যে, নির্বাচনের স্হান ও ভোট গ্রহনের সময় নির্বাচন কমিশন পরবর্ত্তীতে বিভিন্ন প্রচার মাধ্যমে জানাবেন বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়। যৌথ সভায় আলোচনা করেন প্রধান নির্বাচন কমিশনার সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, নির্বাচন কমিশন সদস্য সৈয়দ সিদ্দিকুল হাসান ও দারাদ আহমেদ, ট্রাষ্টীবোর্ড সদস্য চৌধুরী ছালেহ, কার্য্যনির্বাহী পরিষদের কর্মকর্তা আম্বিয়া মিয়া, শাহীন হাসনাত, এমদাদ রহমান তরফদার, কাওছার আহমেদ, সৈয়দ রুহুল, জাবেদ উদ্দিন প্রমুখ।