নতুন কিছু জয় বা রেকর্ড গড়ার নেশা মানুষের সহজাত প্রবৃত্তি। যেভাবেই হোক একটি রেকর্ডের মালিক এবং সেই সঙ্গে একটি সার্টিফিকেট পাওয়ার লোভ কার না আছে। এমনই একজন হলেন টর্ড ফিলিপস।
এই ব্যক্তি বর্তমানে একটি রেকর্ডের মালিক হয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। তার রেকর্ড হল এক মিনিটে ৫৫টি মোমবাতি নেভানোর। টড ফিলিপসের এক মিনিটে ৫৫টি মোমবাতি নিভিয়ে দেওয়ার একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টড ফিলিপসের ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে, লোকটিকে লাফিয়ে ও তার হিলের সাহায্যে মোমবাতি নেভাতে দেখা যায়। সূত্র : জে এন।