Friday, March 29, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিমোবাইল ফোন ছাড়াই কম্পিউটারে চলবে হোয়াটসঅ্যাপ

মোবাইল ফোন ছাড়াই কম্পিউটারে চলবে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ডিজাইন করা হয়েছে ফোন নম্বর দিয়ে ব্যবহারের জন্য। তবে ফোন নম্বর ছাড়া কম্পিউটারেও হোয়াটসঅ্যাপ চালানো যায়। এর কয়েকটি উপায়ও আছে।

হোয়াটসঅ্যাপ ওয়েব : এটা ডেস্কটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারের একমাত্র অফিশিয়াল উপায়।

এটি আসলে আলাদা কোনো অ্যাপ নয়। স্মার্টফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেরই ডুপ্লিকেট সংস্করণ।

অ্যানড্রয়েড এসডিকে : ইনস্টল করে এবং অ্যানড্রয়েড এসডিকে সেটঅ্যাপ করে হোয়াটসঅ্যাপ চালানো যায়। সফটওয়্যার ডেভেলপার কিট অ্যানড্রয়েড এসডিকে ডাউনলোডের ঠিকানা— https://developer.android.com/studio

অ্যানড্রয়েড ইমুলেটরস : ‘ব্লুস্ট্যাকস’ বা ‘অ্যান্ডি’-এর মতো অ্যানড্রয়েড ইমুলেটরস কম্পিউটারের স্ক্রিনে অ্যানড্রয়েড ফোনে থাকা অ্যাপগুলো হাজির করে। এতে অন্যান্য অ্যাপের মতো হোয়াটসঅ্যাপও চালানো যায়।

ব্লুস্ট্যাক বাদে ওপরের সব পদ্ধতি ব্যবহারের জন্যই স্মার্টফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সচল থাকা জরুরি।

অ্যানড্রয়েড ইমুলেটরসের ব্লুস্ট্যাক স্বাধীনভাবেই পিসিতে চলতে পারে। এর জন্য মোবাইলে হোয়াটসঅ্যাপ থাকা জরুরি নয়।

যেভাবে ব্লুস্ট্যাকস ব্যবহার করবেন

প্রথমেই ডাউনলোড করে ব্লুস্ট্যাক অ্যানড্রয়েড ইমুলেটর পিসিতে ইনস্টল করে নিতে হবে। এরপর পিসিতে ডাউনলোড করতে হবে হোয়াটসঅ্যাপ।

ক্রোম ওপেন করে ব্লুস্ট্যাক ডটকমে (https://www.bluestacks.com/download.html) যেতে হবে।

ডাউনলোড ব্লুস্ট্যাক বাটনে ক্লিক করে কম্পিউটারে নামিয়ে নিতে হবে।

ডাউনলোড ফাইলে ডাবল ক্লিক করে ইনস্টল করতে হবে।

ব্লুস্ট্যাকে ক্লিক করলে ‘পপুলার অ্যাপস লিস্টেড বাই ব্লুস্ট্যাক’-এ হোয়াটসঅ্যাপের নাম দেখা যাবে। না দেখা গেলে হোয়াটসঅ্যাপের নাম সার্চ করতে হবে।

হোয়াটসঅ্যাপ পেয়ে গেলে ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

হোয়াটসঅ্যাপ চালু করে ফোন নম্বর দিতে হবে।

ভেরিফিকেশন কোড দিলে পিসিতে হোয়াটসঅ্যাপের লোগো দেখা যাবে।

এ ছাড়া থার্ড পার্টি কিছু সফটওয়্যার আছে, যা দিয়ে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ চালানো যায়।

সূত্র : টেক বাউট

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments