Thursday, June 1, 2023
spot_img
Homeআন্তর্জাতিকমোদির বিরুদ্ধে ক্ষোভ ঝেড়ে বললেন রাহুল গান্ধী, ‘মাফ চাইব না’

মোদির বিরুদ্ধে ক্ষোভ ঝেড়ে বললেন রাহুল গান্ধী, ‘মাফ চাইব না’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নিয়ে কটূক্তি করায় গত বৃহস্পতিবার দুই বছরের কারাদণ্ড পান কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। এর একদিন পর শুক্রবার তাকে দেশটির পার্লামেন্ট লোকসভা থেকে বহিষ্কার করা হয়। এ বিষয়টি নিয়ে শনিবার (২৫ মার্চ) মুখ খুলেছেন রাহুল গান্ধী। -এনডিটিভি

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর ব্যাপক ক্ষোভ ঝেড়েছেন। রাহুল দাবি করেছেন, মোদি লোকসভায় তার বক্তব্য শুনতে ভয় পাচ্ছেন, আর তাই তিনি যেন সেখানে কথা বলতে না পারে সে ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জোর গলায় তিনি বলেছেন, বিজেপি বা মোদির কাছে ক্ষমা চাইবেন না তিনি। এ ব্যাপারে রাহুল গান্ধী বলেছেন, ‘আমাকে অযোগ্য করা হয়েছে। কারণ, প্রধানমন্ত্রী আমার পরবর্তী বক্তব্যের জন্য ভয়ার্ত। আমি তার (মোদির) চোখে ভয় দেখেছি। এ কারণে তারা চায় না আমি পার্লামেন্টে কথা বলি।’

এছাড়া মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমা চাওয়ার যে আহ্বান জানিয়েছে সেটিরও জবাব দিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, ‘আমার নাম সাবাকার নয়, আমি একজন গান্ধী, আমি মাফ চাইব না।’ বিজেপি অভিযোগ করেছে, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপের জন্য বিদেশি শক্তিদের উদ্বুদ্ধ করেছেন রাহুল গান্ধী। বিশেষ করে লন্ডন সফরে গিয়ে ভারতীয় সরকারের বিষেদাগার করেছিলেন তিনি। এ অভিযোগের ব্যাপারে রাহুল গান্ধী বলেছেন, ‘বিজেপি দাবি করে আমি ভারত-বিরোধী শক্তিগুলোকে সহায়তা করছি। আমি স্পিকারকে বলেছিলাম এসব অভিযোগের বিরুদ্ধে বলাটা আমার অধিকার। কিন্তু তিনি আমাকে কথা বলতে দেননি।’

তিনি আরও বলেছেন, ‘আমার মাত্র একটি পদক্ষেপ রয়েছে, সেটি হলো সত্যের জন্য লড়াই করা এবং এ দেশের গণ্তন্ত্রকে রক্ষা করা। আমাকে আজীবনের জন্য অযোগ্য করুন, যাবজ্জীবন কারাদণ্ড দিন, আমি এগিয়েই যাব। আমাকে দেখতে কী চিন্তিত মনে হচ্ছে? আমি আসলে উচ্ছ্বসিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments