Sunday, September 24, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAমোটা অঙ্কের জরিমানা গুনলেন ট্রাম্প

মোটা অঙ্কের জরিমানা গুনলেন ট্রাম্প

আদালত অবমাননা করায় শেষ পর্যন্ত মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

নিউইয়র্কের একটি আদালত শুক্রবার জানিয়েছে, কর ফাঁকির মামলায় তলব করা নথি জমা না দেওয়ায় ট্রাম্প ১ লাখ ১০ হাজার ডলার জরিমানা প্রদান করেছেন। খবর আলজাজিরার।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানান, গত বৃহস্পতিবার আদালতে ওই জরিমানার টাকা জমা দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

তবে, ট্রাম্প তাকে করা অর্থদণ্ডের মাত্র এক তৃতীয়াংশ জমা দিয়েছেন। এপ্রিলের শেষ সপ্তাহে নিউইয়র্কের রাজ্য আদালতের বিচারক আর্থার এনগোরোন ট্রাম্পের ওপর এ ব্যাপারে রুল জারি করেছিলেন।

এতে বলা হয়েছিল, কর ফাঁকির মামলায় তলব করা নথি জমা না দিলে ট্রাম্পকে প্রতিদিন ১০ হাজার মার্কিন ডলার করে জরিমানা গুনতে হবে।

নথি জমা দেওয়ার নির্ধারিত তারিখ ছিল গত ৩ মার্চ, পরে আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে ৩১ মার্চ পর্যন্ত আরেক দফা সময় বাড়ানো হয়।

এর পরও তলব করা নথি জমা না দেওয়ায় এবং আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা না দেওয়ায় বিচারপতি অর্থার এনগোরোন গত ২৫ এপ্রিল ট্রাম্পকে জরিমানা করে এ রুল জারি করেন।  

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments