Friday, July 26, 2024
spot_img
Homeসাহিত্যমেহনাজ মীমের কবিতা

মেহনাজ মীমের কবিতা

আপেক্ষিকতা

পৃথিবীর সবই আপেক্ষিক!
যার শুরু আছে,
কোথাও না কোথাও আছে তার শেষ;
তবুও সব ঘটনারই রয়ে যাবে
ভালো বা খারাপ মুহূর্ত,
রয়ে যাবে এক প্রখর রেশ।

এই যে কত চেনা মুখ,
সময়ের বিবর্তনে হারিয়ে যাবে একদিন সবই!
স্মৃতির পাতায় হয়ে যাবে সব,
অধরা কিছু ছবি।

থেমে যাবে পথ চলা,
মুছে যাবে সব স্মৃতি,
হিসাব সব থাকবে পড়ে,
অসমাপ্ত রবে জীবনের পরিমিতি।

প্রকৃতি চলবে আপন নিয়মে
একই থাকবে সব ধারা!
আমিই শুধু নিস্তব্ধ তখন
থাকবে না কোনো তাড়া!

সব থেমে গেলেও
কখনো থামবে না সময়
কালে কালে হতে থাকবে শুধু
অস্তিত্বের ক্ষয়!

কবি: দ্বাদশ শ্রেণি, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments