Sunday, March 3, 2024
spot_img
Homeখেলাধুলামেসির চেয়েও বেশি পারিশ্রমিক পাবেন এমবাপ্পে! 

মেসির চেয়েও বেশি পারিশ্রমিক পাবেন এমবাপ্পে! 

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা বলছে, এমবাপ্পেকে ধরে রাখতে নতুন কৌশল নিতে যাচ্ছে পিএসজি। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ফরোয়ার্ডকে নাকি মেসির চেয়েও বেশি পারিশ্রমিকের প্রস্তাব দেবেন ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি। 

আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে কিলিয়ান এমাবাপ্পের। এরপর রিয়াল চাইলেই তাকে দলে ভেড়াতে পারবে। তবে চুক্তি নবায়নের ব্যাপারে এখনো অনড় অবস্থানে পিএসজি। যেকোনো মূল্যে ঘরের ছেলেকে ধরে রাখতে চাইছে তারা। শেষ চেষ্টা হিসেবে তাই নতুন এ কৌশল মনস্থির করেছে ফ্রেঞ্চ পরাশক্তিরা। 

পিএসজিতে বছরে ২০১ কোটি টাকা বেতন পান এমবাপ্পে, যেখানে মেসির বেতন দ্বিগুণেরও বেশি, ৪৬২ কোটি টাকা। এমবাপ্পেকে ধরে রাখতে মেসির এ বেতনের চেয়েও বেশি অর্থ দিতে রাজি পিএসজি। 

শুধু মেসির চেয়ে বেশি বেতন দিয়ে নয়; ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকেও আনার চেষ্টা করছে পিএসজি। সেটিও এমবাপ্পের কারণেই। ২৩ বছর বয়সী তারকার পছন্দের ফুটবলার রোনালদো। 

তাছাড়া জিনেদিন জিদানের কোচিংয়েও খেলার ইচ্ছে আছে এমবাপ্পের। জিদান এ মুহূর্তে কোনো দলের দায়িত্বে নেই। মরিসিও পচেত্তিনোকে বিদায় করে আগামী মৌসুমেই তাই জিদানকে কোচ করে আনার পরিকল্পনা করে রেখেছে পিএসজি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments