Sunday, October 1, 2023
spot_img
Homeবিচিত্রমেধাতালিকায় শীর্ষে ‘হট গার্ল’!

মেধাতালিকায় শীর্ষে ‘হট গার্ল’!

নিয়োগ পরীক্ষায় মেধাতালিকায় স্থান পেয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন ‘হট গার্ল’। ভারতের কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগের মেধা তালিকায় নাম আসা এ ‘হট গার্ল’ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।  

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, মেধাতালিকা অনুসারে, ‘হট গার্ল’ মুর্শিদাবাদের রানিনগর বিভাগে আবেদন করেছেন। নিজেকে নারী প্রার্থী হিসাবে পরিচয় দিয়েছেন।  ‘হট গার্ল’ ছাড়াও ‘চাকরি খবর’ নামে প্রার্থী ১০০ শতাংশ নাম্বার পেয়েছেন।

রাজ্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর এক ঘটনা সামনে আসার মধ্যেই এমন কাণ্ড ঘটল। যদিও এটি রাজ্যের চাকরি নয়।

খবরে বলা হয়, ফেব্রুয়ারি মাসে পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে প্রায় ৪০ হাজার নিয়োগের কথা জানায় কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ বিভাগে দুই হাজার শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করা হয়। এই পদের জন্য যোগ্যতা হিসাবে মাধ্যমিক ধরা হয়েছে। মাধ্যমিকে সর্বোচ্চ নাম্বার প্রাপকরাই মেধাতালিকায় প্রথমে স্থান পান। 

গত ফেব্রুয়ারি মাসে এই নিয়োগের আবেদন গ্রহণ করা হয়। ফলপ্রকাশ হয় গত ১০ মার্চ। এই নিয়োগের মেধাতালিকা দেখে অনেকেই বিশ্বাস করতে পারছেন না। অনেক প্রার্থীই মাধ্যমিকে ১০০ শতাংশ নম্বর পেয়েছেন। অর্থাৎ, ৭০০ নাম্বারের পরীক্ষায় ৭০০ পেয়েছেন। তেমনই একজন হলেন ‘হট গার্ল’। প্রকাশিত মেধাতালিকায় এই নামেই তার পরিচয়।

মুর্শিদাবাদের রানিনগর এলাকার বাসিন্দা ‘হট গার্ল’ মাধ্যমিক পরীক্ষায় ১০০ শতাংশ নাম্বার পেয়েছেন! ফলে ১,৫৩৯ নাম্বার স্থানে মেধাতালিকায় তার ঠাঁই হয়েছে। 

এই নিয়োগে মেধাতালিকায় কোনো প্রার্থী জায়গা করে নিতে পারলে চাকরি নিশ্চিত। পরের ধাপে শুধু নথিসহ তথ্য যাচাই সম্পূর্ণ হলেই চাকরিতে যোগ দিতে পারবেন। ফলে এখন দেখার মেধাতালিকায় উষ্ণতা ছড়ানো মুর্শিদাবাদের ‘হট গার্ল’  চাকরি নিতে যান কি না? কারণ, চলতি সপ্তাহেই মুর্শিদাবাদ বিভাগে তথ্য যাচাইয়ের জন্য তাকে ডাকা হয়েছে।

তবে পোস্ট অফিস জানিয়েছে, এসব প্রার্থীদের তথ্য ভুল হিসেবেই ধরা হয়। কারণ, মেধাতালিকায় আসার জন্য অনেকে ভুল তথ্য দিয়ে আবেদন করেন। যেহেতু আবেদনের সময় তথ্য পরীক্ষার সুযোগ থাকে না। তাই এসব প্রার্থীরা মেধাতালিকায় চলে আসেন। তবে চাকরি দেওয়ার সময় সব নথি যাচাই করেই চাকরি দেওয়া হয়। ফলে যোগ্যরাই সুযোগ পাবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments