ব্যবহারকারীদের হয়রানি ও যৌন নিপীড়ন থেকে বাঁচাতে পার্সোনাল বাউন্ডারি বা ব্যক্তিগত নিরাপত্তাবেষ্টনী টুল আনার ঘোষণা দিয়েছে মেটাভার্স। শুক্রবার ঘোষণা করা হয় নতুন এই টুলের কথা। ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর হেডসেট ব্যবহার করে মেটার ‘হরাইজন ওয়ার্ল্ডস’ ও ‘হরাইজন ভেন্যুস’ অ্যাপ ব্যবহারের সময় নতুন টুলটির সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ব্যবহারকারীর অ্যাভাটার থেকে অন্য অ্যাভাটারদের মধ্যে অন্তত চার ফুট দূরত্ব থাকবে বলে জানিয়েছে মেটা।
মেটা আরো জানিয়েছে, নতুন টুলটি ডিফল্ট ফিচার হিসেবে চালু থাকবে। আর এটি চালু থাকলে কোনো ব্যবহারকারীর অ্যাভাটার নির্ধারিত দূরত্ব অতিক্রম করে কাছে আসার চেষ্টা করলেই অদৃশ্য হয়ে যাবে ওই অ্যাভাটারের হাত। এ ছাড়া নিজস্ব ভার্চুয়াল রিয়ালিটি প্ল্যাটফরমে ‘সেফ জোন’ ফিচার রাখছে মেটা। এই ফিচারে কোনো হুমকির মুখে পড়েছেন মনে হলেই নিজের চারপাশে একটি নিরাপত্তাবলয় তৈরি করতে পারবেন ব্যবহারকারী।
সূত্র : বিবিসি