Wednesday, March 22, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিমেটার আয় কমেছে, বেড়েছে ব্যবহারকারী

মেটার আয় কমেছে, বেড়েছে ব্যবহারকারী

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম তিন মাসের আয়ের হিসাব প্রকাশ করেছে মেটা প্ল্যাটফরম। আর্থিক বিবরণী প্রকাশের পরপরই ফেসবুক শেয়ারের দাম ১৯ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। বুধবার প্রথম প্রান্তিকের আর্থিক বিবরণীতে মেটা জানায়, এই তিন মাসে তাদের সক্রিয় ব্যবহারকারী ছিল ১৯৬ কোটি। অথচ গত বছরই ছিল ভিন্ন চিত্র।

বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তিনি বলেন, ‘আগের যেকোনো সময়ের চেয়ে মানুষ এখন আমাদের সেবা বেশি ব্যবহার করছে। সারা বিশ্বে আমাদের পণ্য যেভাবে সেবা দিয়ে চলেছে, তাতে আমি গর্বিত। ’

মেটার ব্যবহারকারী বাড়লেও আয় বাড়ার হার কম। গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৭ শতাংশ। প্রথম প্রান্তিকে মেটার আয় হয়েছে দুই হাজার ৭৯০ কোটি ডলার। আর আয় কমে যাওয়ার পেছনে রয়েছে অ্যাপলের নতুন নীতিমালা। নতুন নিয়ম জারি করার ফলে অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের টার্গেটেড বিজ্ঞাপন দেখানো কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া ইউক্রেনে যুদ্ধের প্রভাব ও টিকটকের জনপ্রিয়তা, ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের দাপটের কারণেও বিজ্ঞাপন থেকে আয় কমেছে মেটার।    সূত্র : বিবিসি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments