মৃত্যুর স্মরণ মানুষকে যাবতীয় পাপকর্ম থেকে বাঁচায়। দয়াময় আল্লাহর নির্দেশিত পথে চলতে সহায়তা করে। মনকে নরম করে। ইবাদত-বন্দেগিতে আসে একনিষ্ঠতা। এমন কেউ কি আছে, যে মৃত্যুকে ভয় পায় না? মৃত্যুর স্মরণে মনটা কাঁপে না?
মৃত্যুর স্মরণের কথা হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে উল্লেখ করেছেন। সাহাবিরা মৃত্যুর স্মরণে হাউমাউ করে কাঁদতেন। আল্লাহপ্রেমে মশগুল মানুষ মাত্রই মৃত্যুর স্মরণে ভীত হয়। হাদিসে হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জীবনের স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। -জামে তিরমিজি : ২৩০৭
মৃত্যুর কথা স্মরণের নানাবিধ লাভ রয়েছে। প্রথমত, এটা পাপকর্ম থেকে মানুষকে বিরত রাখে। দ্বিতীয়ত, বান্দা যখনই মৃত্যুর কথা স্মরণ করবে, তখন পরকালের পাথেয় সংগ্রহে তৎপর হবে। হাদিসে এসেছে, জনৈক সাহাবি হজরত রাসুলুল্লাহকে (সা.) জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল! দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কারা? তিনি জবাব দিলেন, যারা মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করে এবং এজন্য প্রস্তুতি গ্রহণ করে। দুনিয়া-আখেরাতে তারাই সম্মান ও মর্যাদার মুকুট পরিহিত হবে। -মুজামুল কাবির : ১৩৫৩৬
হজরত আবু ইয়ালা শাদ্দাদ ইবনে আওস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি- যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে। আর নির্বোধ ও অকর্মণ্য সেই ব্যক্তি- যে তার নফসের দাবির অনুসরণ করে এবং আল্লাহর কাছে বৃথা আশা করে। -ইবনে মাজাহ : ৪২৬০
অন্য হাদিসে হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, উপদেশের জন্য মৃত্যু এবং ধনাঢ্যতার জন্য বিশ্বাসই যথেষ্ট। -তাবারানি
দুনিয়ার চিরন্তন সত্য বিষয় হলো, প্রত্যেকেরই মৃত্যুর সময় নির্ধারিত। এটা এক সেকেন্ডও এদিক-সেদিক হবে না। কখন মৃত্যু আসবে মানুষ জানে না। তার পরও মানুষ মৃত্যুকেই ভুলে থাকে। দুনিয়ার আরাম-আয়েশের পেছনে ছুটে চলে।
ইসলামি স্কলাররা বলেন, দুনিয়ায় মানুষের যত কর্ম, সবই কেয়ামতের দিন প্রকাশিত হবে। কোনো কিছুই সেদিন আর গোপন থাকবে না। তার পরও আমরা কেন মৃত্যুকে ভুলে যাই? মনে থাকে না, মানুষ যা করছে- সবই আল্লাহপাক দেখছেন। মানুষের মনের কথাও তিনি জানেন। মানুষ মানুষকে ফাঁকি দিতে পারে, কিন্তু মহান রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া অসম্ভব। এই চিন্তাটুকু মাথায় থাকা জরুরি। কোরআন মাজিদে বলা হয়েছে, হে নবী! আপনি বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, সেই মৃত্যু অবশ্যই তোমাদের কাছে পৌঁছবে। অতঃপর তোমরা অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। আর তিনি তোমাদের জানিয়ে দেবেন তোমাদের সেসব কর্ম, যা তোমরা দুনিয়াতে করতে। -সুরা জুমা : ৮