Tuesday, May 30, 2023
spot_img
Homeধর্মমুসলিম স্পেনে শিল্পের বহুমুখী বিকাশ

মুসলিম স্পেনে শিল্পের বহুমুখী বিকাশ

মুসলিম শাসনামলে স্পেনের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তার বিস্তৃত শিল্প-কারখানা ও ব্যাপক শিল্পোৎপাদন। তখন ইউরোপের খ্রিস্টান রাষ্ট্রগুলোর সম্মিলিত বার্ষিক রাজস্বের চেয়ে মুসলিম স্পেনের রাজস্বের পরিমাণ বেশি ছিল। শুধু রাজধানী কর্ডোভাতেই ছিল ১৩ হাজার তাঁতকল এবং আলমেরিয়াতে ছিল ৪৮ শ তাঁতকল। চামড়াশিল্পেরও ব্যাপক উন্নয়ন ঘটেছিল।

চামড়া প্রক্রিয়াজাতকরণ ও তাতে অলংকরণের শৈল্পিক বিকাশ পূর্ণমাত্রায় ঘটেছিল। স্পেন থেকে প্রক্রিয়াজাত চামড়া মরক্কো, উত্তর আফ্রিকা, ইংল্যান্ড ও ফ্রান্সে রপ্তানি হতো।

কর্ডোভা, মালাগা, আলমেরিয়াসহ অন্য শিল্পনগরগুলোতে উন্নতমানের পশমি ও সিল্কের কাপড় উৎপাদন হতো। আলমেরিয়াতে কাচ ও পিতলের কারখানা ছিল। সেখানে উন্নতমানের কাচ ও পিতলের আসবাব তৈরি হতো। সূক্ষ্ম কারুকাজের জন্য আলমেরিয়ার কারখানাগুলোর সুখ্যাতি ছিল। রেশম পোকার ব্যাপক চাষ স্পেনের কৃষকদের জীবনমান উন্নয়নে বিশেষ অবদান রেখেছিল।

স্প্যানিশ ঐতিহাসিক লিসানুদ্দিন ইবনে আল-খতিবের বর্ণনামতে, ভ্যালেন্সিয়া ছিল মৃিশল্পের প্রধান কেন্দ্র। মুসলিম স্পেনে খনিজ শিল্পেরও পূর্ণ বিকাশ ঘটে। ইয়ান ও আল-গ্রাভা তাদের স্বর্ণ ও রৌপ্য খনির জন্য বিখ্যাত ছিল। কর্ডোভা লোহার জন্য এবং লিড ও মালাগা রুবির জন্য প্রসিদ্ধ ছিল। দামেস্কের মতো টলেডোর তরবারিও মধ্যযুগে সুনাম অর্জন করেছিল।

স্বর্ণ, রৌপ্য, ইস্পাতসহ অন্যান্য ধাতব পদার্থের প্রলেপ দেওয়া এবং তা দিয়ে আসবাবপত্রে ফুলেল অঙ্গসজ্জা করার প্রচলন দামেস্কে ঘটেছিল। মুসলিম শাসনামলে স্পেনসহ ইউরোপের কয়েক দেশে এই কারুকাজের প্রচলন ঘটে। ইউরোপীয় সাহিত্যে এটিকে দামেস্কিন ও দামসিনা নামে উদ্ধৃত হয়েছে। মুসলিম শাসকরা স্পেনের অনুর্বর ভূমির সবুজায়ন করেছিল এবং বৃহৎ কৃষিশিল্প গড়ে তুলেছিল। শুধু সেভিলে কৃষিপণ্যনির্ভর কয়েক শ কারখানা প্রতিষ্ঠিত হয়। মুসলিম স্পেনের প্রধান শিল্পগুলো হচ্ছে বস্ত্র, কৃষি, কাগজ, চিনি, বারুদ, চীনামাটির বাসন, মাটির পাত্র, লোহা, ইস্পাত ও চামড়াশিল্প।

মুসলিম স্পেনের শিল্পপণ্যগুলো স্থানীয় চাহিদা মিটিয়ে বিশ্ববাজারে রপ্তানি হতো। কর্ডোভার পর্দা, মুরসিয়ার পশমি কাপড়, গ্রানাডার সিল্ক, আলমেরিয়া ও সেভিলের ইস্পাত, টলেডোর স্বর্ণাংকার, সালিবাতের কাগজ বিশ্ববাজারে জনপ্রিয়তা লাভ করেছিল। পাশাপাশি আল-হামরার প্রাসাদগুলোর ঝকঝকে টাইলস ও সূক্ষ্ম কারুকাজের ফুলদানি মুসলিম স্পেনে চীনামাটি শিল্পের উচ্চমানের সাক্ষ্যবহন করে।

তথ্যসূত্র : ইন্ডাসট্রিয়াল টেকনিক ইন আল-আন্দালুস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments