মুসলিম বুদ্ধিজীবীদের সংগঠন দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলারস (আইইউএমএস) ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তির সমালোচনা করেছে। সংগঠনের সেক্রেটারি জেনারেল আলী আল-কারাদাগি ইসরায়েল-বাহরাইন সম্পর্ক স্বাভাবিকীকরণের সমালোচনা করে তাকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করেন। আল-কারাদাগি এক টুইট বার্তায় লেখেন, ‘কোনো ব্যক্তি কিভাবে তার অধিকার অস্বীকার করতে পারে? আল আকসা মসজিদে, ফিলিস্তিনের পবিত্র ভূমিতে ফিলিস্তিনি জনগণ ও সব মুসলমানের অধিকার অস্বীকার করতে পারে?’ তিনি বলেন, ‘সাম্প্রতিক ঘটনাবলির দাবি হলো, আমরা যেন সামর্থ্যের সবটুকু নিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াই।’ অপর এক টুইট বার্তায় আল-কারাদাগি বলেন, ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত ও বাহরাইনের চুক্তি সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে আসন্ন চুক্তির পূর্বলক্ষণ। চতুর্থ আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয় বাহরাইন। এর আগে আরব দেশগুলোর মধ্যে ১৯৭৯ সালে মিসর, ১৯৯৪ সালে জর্দান, আগস্ট ২০২০ সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। সূত্র : আনাদুলু এজেন্সি