Sunday, June 4, 2023
spot_img
Homeধর্মমুসলিম বিবাহরীতি: বাসরের পর অলিমা অনুষ্ঠান

মুসলিম বিবাহরীতি: বাসরের পর অলিমা অনুষ্ঠান

বাসর-পরবর্তী সকালে বরের দায়িত্ব অলিমার ব্যবস্থা করা। এটা সুন্নত। অলিমার মাধ্যমে বিবাহের কথা সবার কাছে প্রচার হয়। আনাস ইবনে মালেক (রা.) বলেন, ‘রাসুল (সা.) যেদিন জয়নাব (রা.)-এর সঙ্গে বাসর রাত উদযাপন করলেন, সেদিন অলিমার ব্যবস্থা করলেন এবং মুসলিমদের তৃপ্তি সহকারে রুটি ও গোশত খাওয়ালেন।

বিজ্ঞাপনঅতঃপর তিনি তাঁর স্ত্রীদের কাছে গেলেন এবং তাদের প্রতি সালাম করে তাদের জন্য দোয়া করলেন। আর তারাও তাঁকে সালাম করলেন এবং তাঁর জন্য দোয়া করলেন। রাসুল (সা.) তাঁর বাসর রাতের সকালে এরূপ করতেন। ’ (বুখারি, হাদিস : ৫১৫৪)

অলিমা কয় দিন করা যাবে : বাসর-পরবর্তী তিন দিন অলিমা করা যায়। আনাস (রা.) বলেন, ‘নবী করিম (সা.) সাফিয়া (রা.)-কে বিবাহ করলেন এবং তাঁর মোহর নির্ধারণ করলেন আর তিন দিন অলিমা খাওয়ালেন। ’ (মুসনাদ আবু ইয়ালা, আদাবুজ জিফাফ, পৃষ্ঠা ৭৪)

অলিমা ধনী-গরিব সবার জন্য : বেছে বেছে শুধু বড় লোকদের অলিমায় দাওয়াত দেওয়া হলে ওই খাদ্যকে রাসুল (সা.) নিকৃষ্ট বলে বলেন, ‘খাদ্যের মধ্যে নিকৃষ্ট খাবার ওই অলিমার খাবার, যাতে শুধু ধনীদের দাওয়াত দেওয়া হয় এবং দরিদ্রদের ত্যাগ করা হয়। আর অলিমার দাওয়াত যে কবুল করল না, সে আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করল। ’ (বুখারি, হাদিস : ৫১৭৭, মুসলিম, হাদিস : ১৪৩২)

অলিমার দাওয়াত কবুল করা সুন্নত : অলিমার দাওয়াত দিলে দাওয়াত কবুল করা সুন্নত। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের কাউকে অলিমার দাওয়াত করা হলে সে যেন তাতে অংশগ্রহণ করে। ’ (বুখারি, হাদিস : ৫১৭৩)

অলিমা অনুষ্ঠানের জন্য অন্যের সাহায্য গ্রহণ : অলিমা অনুষ্ঠান বাস্তবায়নের জন্য লোকেরা সাহায্য করতে  পারে।   আনাস  (রা.)  নবী  করিম (সা.)-এর  স্ত্রী সাফিয়া (রা.)-এর ঘটনা সম্পর্কে বলেন, যখন রাসুল রাস্তায় ছিলেন উম্মে সুলাইম সাফিয়া (রা.)-কে তাঁর জন্য প্রস্তুত করলেন অর্থাৎ সাজালেন এবং তাঁকে রাতে তাঁর কাছে পাঠিয়ে দিলেন। নবী করিম (সা.) বাসরঘরেই সকাল করলেন। এরপর তিনি বললেন, যার কাছে যে খাবার আছে সে যেন তা নিয়ে আসে। অপর বর্ণনায় আছে, যার কাছে অতিরিক্ত খাবার আছে সে যেন তা আমাদের কাছে নিয়ে আসে। আনাস (রা.) বলেন, তিনি একটি দস্তরখান বিছালেন। তখন কেউ পনির নিয়ে এলো, কেউ খেজুর নিয়ে এলো, আবার কেউ ঘি নিয়ে এলো। সব দিয়ে তারা হাইস (খাদ্য বিশেষ) তৈরি করলেন। তাঁরা (আমন্ত্রিত লোকেরা) হাইস খেতে লাগলেন এবং তাদের পাশের বৃষ্টির পানি হাউস থেকে পান করতে লাগলেন। আর এটাই ছিল রাসুলুল্লাহ (সা.)-এর অলিমা। (বুখারি, হাদিস : ৩৭১)

এ হাদিস থেকে জানা যায়, অলিমা অনুষ্ঠানের জন্য কেউ সহযোগিতা করতে পারে। তবে অলিমা অনুষ্ঠানে মানুষকে দাওয়াত দিয়ে সেখানে আমন্ত্রিত মেহমানদের কাছ থেকে উপহার-উপঢৌকন, টাকা-পয়সা গ্রহণ করা সমীচীন নয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments