Tuesday, March 28, 2023
spot_img
Homeখেলাধুলামুশফিক কখন রিভার্স সুইপ খেলবেন, জানালেন কোচ

মুশফিক কখন রিভার্স সুইপ খেলবেন, জানালেন কোচ

দক্ষিণ আফ্রিকা সফরে সর্বশেষ পোর্ট এলিজাবেথ টেস্টে মুশফিকের রিভার্স সুইপে বাংলাদেশ ফলোঅন এড়ানোর সুযোগ হাতছাড়া করে। যে কারণে তার এমন শট খেলা নিয়ে দেশজুড়ে সমালোচনা হয়।

তাই এখন থেকে ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটসম্যানদের শট খেলার পরামর্শ দিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। 

মুশফিকের রিভার্স সুইপ খেলা প্রসঙ্গে রাসেল ডমিঙ্গো বলেন, সে দারুণ একজন রিভার্স সুইপার, রিভার্স সুইপ থেকেই অতীতে অনেক রান পেয়েছে এবং এই শটে সে আত্মবিশ্বাসী। একজন বাঁহাতি ব্যাটার হলে প্রথম ২০-৩০ বলেই কভার ড্রাইভিং করতে গেলে আপনি চাপে থাকবেন। ৫০-৬০ রানের পর কভার ড্রাইভ খেলা ঠিক আছে। রিভার্স সুইপের ব্যাপারটিও তাই। কখন খেলছেন এটা গুরুত্বপূর্ণ। 

ডমিঙ্গো আরও বলেন, কেউ কোনো শট ভালো খেললে, এই শটকে ভালো অপশন মনে করলে এতে সমস্যা নেই। শট খেলার সময়টা গুরুত্বপূর্ণ। কখন এবং কেন এই শট খেলা প্রয়োজন তা বোঝা গুরুত্বপূর্ণ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments