Friday, September 22, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAমুনা নিউইয়র্ক নর্থ জোনের ওয়েলকাম রমাদান অনুষ্ঠানে বক্তারাপরিবর্তিত পৃথিবীর আলোকে চলতে পারলেই...

মুনা নিউইয়র্ক নর্থ জোনের ওয়েলকাম রমাদান অনুষ্ঠানে বক্তারা
পরিবর্তিত পৃথিবীর আলোকে চলতে পারলেই আল্লাহর রহমত সম্ভব

রানার ডেস্ক: আল্লাহ আমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছেন, যেন আমরা মানুষের স্বাক্ষী হিসেবে থাকবে পারি। বর্তমান সমাজে ঈমানের উপর ঠিকে থাকা বড় কঠিন। পরিবর্তিত পৃথিবীর আলোকে চলতে পারলেই আল্লাহর রহমত সম্ভব। গত ২৭ মার্চ রবিবার জ্যামাইকা মসজিদে রাইয়ান মিলনায়তনে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) নিউইয়র্ক নর্থ জোন আয়োজিত ওয়েলকাম রমাদান অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন।
মাহে রমাদ্বানে দাওয়াতের পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজের গুরুত্বারোপ করে বক্তারা বলেন, সমাজের প্রত্যেক শ্রেণীর লোকদের সাথে মিশে প্রমাণ করতে হবে আমরা দায়ী ইল্লালাহের কাজ করছি। সমাজের চাহিদা কি তা চিহিৃত করে সমাধানের চেষ্টা করতে হবে। প্রতিবেশীর সাথে রাখতে হবে সুসর্ম্পক, আর এটাই ইসলামের নৈতিক শিক্ষা। বর্তমান সমাজে দ্বীনি কাজ সম্প্রসারণে আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি বিশুদ্ধ ঈমান আর জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় কুরআন-হাদিসের জ্ঞানার্জনের দিকে বিশেষ নজর রাখার তাগিদ দেন আলোচকবৃন্দ।
পবিত্র কুরআন-হাদিসে আলোকে ধর্মীয় শিক্ষা ও ইসলামের আলোকে নৈতিক চরিত্র গঠণের গুরুত্বারোপ করে বক্তারা বলেন, পরিবারের মধ্যে মায়া-মমতা আল্লাহর বিশাল কুদরত। প্রত্যেক আদম সন্তান মুসলিম স্বভাব নিয়েই জন্ম গ্রহন করে। সন্তান মানুষ হওয়াই বাবা-মায়ের জন্য সবচেয়ে বড় প্রতিদান। তাই পিতা-মাতার দায়িত্ব হচ্ছে তাদের লালন-পালন করা, তাদের সুশিক্ষায় শিক্ষিত করা। ধর্মীয় শিক্ষা ও ইসলামের আলোকে নৈতিক চরিত্র গঠন করা। পারিবারিক পরিবেশে শিশুরা বড় হতে থাকবে এবং ধর্মীয় মূল্যবোধও তাদের হৃদয়ে জাগ্রত হবে। বর্তমান সমাজে ঈমানের উপর ঠিকে থাকা বড় কঠিন। পরিবর্তিত পৃথিবীর আলোকে চলতে পারলেই আল্লাহর রহমত সম্ভব।
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)’র সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে মুনার নেতৃবৃন্দ বলেন, মুনা ভাল কাজের সহযোগি হিসেবে আপনাদের পাশে থাকতে চায়। আমরা চাই পরস্পর ভ্রাতৃত্ব ও ভালবাসা। তারা পবিত্র কুরআনের আয়াত উল্লেখ করে বলেন, আমেরিকায় বসবাসকারী মুসলমানেরা নিজেদের স্বার্থে অন্যদেরকে ক্ষতিগ্রস্থ না করে ঐক্যবদ্ধ হওয়া জরুরী।
মুনা নিউইয়র্ক নর্থ জোন সভাপতি আব্দুল্লাহ আল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ডা: সাইদুর রহমান চৌধুরী, সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন, জ্যামাইকা মুসলিম সেন্টারের ডাইরেক্টর ইমাম শামসে আলী, ইকনা মসজিদের খতিব ইমাম জাফর আলী, মুনা নিউইয়র্ক সাউথ জোন সভাপতি সাফায়েত হোসেন সাফা, মুনা নিউইয়র্ক নর্থ জোন মেন পাওয়ান ডেভেলপমেন্ট ডাইরেক্টর মাওলানা ত্বহা আমিন খান, জ্যামাইকা ইষ্ট চ্যাপ্টার সভাপতি মাসুদ রহমান, জ্যামাইকা ওয়েষ্ট চ্যাপ্টার সভাপতি রেজাউল করিম, জ্যাকসন হাইটস চ্যাপ্টার সভাপতি মমিনুল ইসলাম মজুমদার, কমিউনিটি এক্টিভিষ্ট শাহ নেওয়াজ, ফখরুল ইসলাম দেলোয়ার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, মুনার মজলিস শুরার সদস্য ও ওয়েলকাম রমাদ্বান অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ডাক্তার আতাউল ওসমানী। অনুষ্ঠান পরিচালনায় করেন নিউইয়র্ক নর্থ জোন কর্মপরিষদ সদস্য প্রফেসর দেলোয়ার মজুমদার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments