Wednesday, March 22, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিমুঠোফোনে ডুপ্লিকেট ফাইল মুছতে

মুঠোফোনে ডুপ্লিকেট ফাইল মুছতে

স্মার্টফোনে যে পরিমাণ স্টোরেজ থাকে তার বেশিরভাগ অংশ ব্যবহার হলে ফোনের গতি কমে যায়। সমস্যা সমাধানে ফোন থেকে গুরুত্বপূর্ণ ফাইল মুছে ফেলতে হয়। তবে মুঠোফোনের বেশ কিছু ফাইল একাধিকবার বিভিন্ন স্থানে সংরক্ষণ করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। ফলে ব্যবহারকারীদের অজান্তেই মুঠোফোনের ধারণক্ষমতা শেষ হয়ে যায়। মুঠোফোনের ডুপ্লিকেট ফাইলগুলো খুঁজে মুছে ফেলা বেশ কষ্টকর।

চাইলেই Files by Google অ্যাপ দিয়ে খুব সহজেই ডুপ্লিকেট ফাইলগুলো মুছে ফেলা যায়। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা বেশিরভাগ মুঠোফোনেই Files by Google অ্যাপটি ইনস্টল করা থাকে। আপনার মুঠোফোনে যদি না থাকে, তবে https://cutt.ly/jDi4fBo থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এবার অ্যাপটি চালু করে Continue অপশন চেপে মুঠোফোনের বিভিন্ন অ্যাপ ব্যবহারের অনুমতি দিতে হবে। এবার অ্যাপের নিচে থাকা Clean ট্যাব নির্বাচন করলেই মুঠোফোনে থাকা সব ডুপ্লিকেট ফাইল দেখা যাবে। এবার Delete Duplicates অপশন থেকে অপ্রয়োজনীয় ফাইলগুলো নির্বাচন করে Select Files নির্বাচন করতে হবে। চাইলে All Duplicates অপশন নির্বাচন করে সব ডুপ্লিকেট ফাইল একসঙ্গে নির্বাচন করা যাবে। এবার Move Files to Trash নির্বাচন করলেই অতিরিক্ত ফাইলগুলো মুছে যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments