Saturday, June 10, 2023
spot_img
Homeআন্তর্জাতিকমুখ খুললেন ‘পুতিনের মস্তিষ্ক’ দুগিন

মুখ খুললেন ‘পুতিনের মস্তিষ্ক’ দুগিন

রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিনের ‘মস্তিষ্ক’ হিসেবে পরিচিত আলেকজান্ডার দুগিন শনিবার গাড়িবোমা হামলায় তার মেয়ে দারিয়া দুগিনার নিহতের ঘটনা নিয়ে মুখ খুলেছেন। 

সোমবার এক বিবৃতিতে দুগিন এই হত্যাকাণ্ডের জন্য ইউক্রেন সরকারকে দায়ী করে বলেন, তিনি প্রতিশোধের পরিবর্তে একটি সামরিক বিজয় চান।
রক্ষণশীল টাইকুন কনস্ট্যান্টিন মালোফেয়েভের দুগিনের ওই বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে দুগিন বলেন, আপনারা জানেন ইহুদিবাদী ইউক্রেন সন্ত্রাসী হামলা চালিয়ে গত ২০ আগস্ট মস্কোর কাছে ‘ট্রাডিশন’ উৎসব থেকে ফেরার পথে আমার চোখের সামনে আমার আমার মেয়েকে হত্যা করে।

দুগিন লিখেছেন, দারিয়া ছিলেন একজন দারুণ অর্থোডক্স মেয়ে, একজন দেশপ্রেমিক, একজন সামরিক সংবাদদাতা, একজন টিভি বিশেষজ্ঞ এবং একজন দার্শনিক।  তিনি কখনও সহিংসতা বা যুদ্ধের ডাক দেননি।  তিনি একজন উদীয়মান তারকা ছিলেন।  রাশিয়ার শত্রুরা এখানে অসম্মানজনকভাবে কৌশলে হত্যা করেছে।
সন্ত্রাসীরা সফল হবেন না বলেও লিখেছেন দুগিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দারিয়া দুগিনাকে হত্যা জন্য ইউক্রেনকে দায়ী করেছেন।  এক বিবৃতিতে দুগিনা হত্যাকাণ্ডকে ‘জঘন্য’, ‘নির্মম’ অপরাধ আখ্যা দিয়েছেন তিনি। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments