Thursday, February 9, 2023
spot_img
Homeবিনোদনমুক্তির পথে মান্নার শেষ ছবি

মুক্তির পথে মান্নার শেষ ছবি

অবশেষে মুক্তির পথে রয়েছে প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক মান্নার শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’। প্রায় এক যুগ ধরে সেন্সর বোর্ডে আটকে থাকে এ সিনেমা। পরে নাম বদল করে অক্টোবরের শেষ সপ্তাহে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জানান ছবির প্রযোজক, সহ-পরিচালক ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু। তিনি জানান, মান্নার শেষ সিনেমা এটি। মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি আগামী ২৬শে মার্চের দিকে মুক্তির পরিকল্পনা চলছে। তিনি আরও জানান, ২০০৫ সালে ‘লীলামন্থন’ নামে সিনেমাটির শুটিং শুরুর পর অল্প কিছু দৃশ্যের কাজ বাকি থাকতেই ২০০৮ সালে মৃত্যু হয় মান্নার। বাকি অংশের কাজ গুছিয়ে ২০১১ সালে সেন্সর বোর্ডে জমা দেয়ার পর নামের কারণে তা আটকে থাকে। তখন বদলানো না হলেও এক যুগ পর নাম বদলিয়ে সেন্সর ছাড়পত্র পেলো সিনেমাটি।এটি পরিচালনা করেন জাহিদ হোসেন। এ সিনেমায় মান্নার সহশিল্পী হিসেবে কাজ করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ। মান্নার জন্ম ১৯৬৪ সালের ১৪ই এপ্রিল টাঙ্গাইলে। তার প্রকৃত নাম আসলাম তালুকদার। ১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমে অংশ নিয়ে সুযোগ পেয়েছিলেন সিনেমায়। ১৯৮৫ সালে প্রথম সিনেমা ‘পাগলী’। এভাবেই আসলাম তালুকদার থেকে তিনি হয়ে ওঠেন ঢালিউডের মান্না। বর্ণাঢ্য ক্যারিয়ারে মান্না তিনশ’র বেশি সিনেমায় অভিনয় করেছেন। একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments