রোহিঙ্গা ঢলের চার বছর পূর্তিকে সামনে রেখে চীনের উদ্যোগে ত্রিদেশীয় একটি বৈঠক চেয়েছিল ঢাকা। এ নিয়ে দফায় দফায় চিঠি চালাচালি হয়েছে। ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূতও বার বার তাগিদ দিয়েছেন। কিন্তু না, মিয়ানমার এক চুলও নড়েনি। তারা ঢাকা এবং বেইজিংয়ের আহ্বানে বা অনুরোধে সামান্যতম সাড়া দেয়নি। কূটনৈতিক সূত্র বলছে, মিয়ানমারের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে সেগুনবাগিচা ডেকেছিল। অনানুষ্ঠানিক আলোচনাও হয়েছিল। রাষ্ট্রদূত অঙ্গীকার করেছিলেন, নেপিড’র সঙ্গে কথা বলে বৈঠকে বসবেন। এও বলেছিলেন, রাখাইন পরিস্থিতি আপডেট তথ্য নিয়ে তিনি বৈঠক করতে চান। ঢাকা আশায় ছিল হয়তো মিয়ানমার আসবে। কিন্তু তারা আসেনি। ২০১৭ সালের ২৫শে আগস্ট বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গা ঢল নামে। রাখাইনে গণহত্যাসহ বর্বর নির্যাতন চালিয়ে প্রায় সাড়ে ৬ লাখ রোহিঙ্গাকে বাস্তুচ্যুত করে সুচি সরকার।