বৃটেনের সাবেক রাষ্ট্রদূত ভিকি বোম্যান ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। মিয়ানমারের মূল শহর ইয়াঙ্গুনের বাড়ি থেকে ইমিগ্রেশন সংক্রান্ত অভিযোগে বুধবার গ্রেপ্তার করা হয়েছে তাদের। মিয়ানমারে অবস্থিত বৃটিশ দূতাবাস থেকে বলা হয়েছে, তারা মিস বোম্যানকে কনস্যুলার সহায়তা দিচ্ছে। উল্লেখ্য, ইয়াঙ্গুনভিত্তিক মিয়ানমার সেন্টার ফর রেসপন্সিবল বিজনেস (এমসিআরবি) পরিচালনা করেন এই দম্পতি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ভিকি বোম্যান মিয়ানমারে ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত বৃটিশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। একজন বার্মিজ আর্টিস্ট এবং সাবেক রাজনৈতিক বন্দি হতেইন লিন’কে বিয়ে করেছেন তিনি। তাদের এমসিআরবি নিজেদেরকে মিয়ানমারজুড়ে ব্যবসায়িক কর্মর্কা-কে উৎসাহিত করার একটি ইনিশিয়েটিভ হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটি ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস অ্যান্ড বিজনেস (আইএইচআরবি) কে সহযোগিতা করে থাকে। এর মধ্যে প্রতিটি ব্যবসায় মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনই আইএইচআরবির লক্ষ্য।
মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। এ মাসের শুরুর দিকে সামরিক জান্তা তাদের জরুরি অবস্থার মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত বর্ধিত করেছে।
এর আগে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির সরকারকে গত বছর ১লা ফেব্রুয়ারি তারা ক্ষমতাচ্যুত করে।