মিয়ানমারের অন্যতম সেলিব্রিটিদের একজনের তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে সেনা অভ্যুত্থানের পর গণবিক্ষোভে অংশ নেওয়ার দায়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মডেল এবং অভিনেতা পেইং তাখন এর লাখ লাখ ভক্ত রয়েছে। সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন তিনি। সেনা সরকারের বিরুদ্ধে কথাও বলেছেন তিনি।
চলতি বছরের এপ্রিল মাসেই পেইং তাখন গ্রেপ্তার হন। তার বোন ওই সময় সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক স্ট্যাটাসে জানান, প্রায় ৫০ জন সেনা আটটি ট্রাকে করে এসেছিল তার বাসায়। স্থানীয় সময় ভোর ৫টায় তাকে তুলে নিয়ে যায় সেনাবাহিনী।
পেইং তাখনের আইনি উপদেষ্টা খিন মং মিন্ট বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, পেইং তাখনকে কঠিন শাস্তি দেওয়া হয়েছে। তার পরিবার এ রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়টি বিবেচনা করছে।
সূত্র: বিবিসি।