Monday, March 27, 2023
spot_img
Homeবিনোদনমিসেস ওয়ার্ল্ডে পিয়া

মিসেস ওয়ার্ল্ডে পিয়া

এবার ‘মিসেস ওয়ার্ল্ড-২০২২’ প্রতিযোগিতায় লড়তে যাচ্ছেন বাংলাশের অভিনত্রী পিয়া বিপাশা। আগামী ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে বসতে যাচ্ছে ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’। এ আসরেই বাংলাদেশ থেকে অংশ নেবেন মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা। মিসেস ওয়ার্ল্ডের ওয়েবসাইট ও ফেসবুক পেজে পিয়ার ছবি প্রকাশ করে এ তথ্য জানানো হয়েছে। ওয়েব সাইটে আরও জানানো হয়েছে, এই সুন্দরী প্রতিযোগিতায় এবার বিশ্বের ৩০টিরও বেশি দেশ থেকে বিবাহিত নারীরা অংশ নিচ্ছেন। ২০১৯ সালে বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় মুনজারিন মাহবুব অবণী নামে একজন অংশ নিয়েছিলেন। দ্বিতীয়বারের মতো কোনো বাঙালি নারী এই আসরে অংশ নিচ্ছেন। এ বিষয়ে পিয়া বিপাশা বলেন, ইনস্টাগ্রামে মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেয়ার বিজ্ঞাপন চোখে পড়ে।পাশাপাশি শর্তগুলো দেখে চিন্তা করি আমিও তো অংশ নিতে পারি। তারপর আবেদন করি। কিছুদিন পর আমাকে চূড়ান্ত করে তা মেইলে জানায় আয়োজক কর্তৃপক্ষ। পিয়া বিপাশা এখন আর বাংলাদেশে থাকেন না।  প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রের নাগরিক রিজবেইকে বিয়ে করেন এবং সেখানেই বসবাস শুরু করেন। রিজবেই পেশায় একজন ব্যবসায়ী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments