Saturday, July 27, 2024
spot_img
Homeআন্তর্জাতিকমিশরে আশ্রয় নিতে বাধ্য হবে ১০ লাখ গাজাবাসী: জাতিসংঘ

মিশরে আশ্রয় নিতে বাধ্য হবে ১০ লাখ গাজাবাসী: জাতিসংঘ

ইসরাইলের অব্যাহত হামলার কারণে অন্তত ১০ লাখ মানুষ গাজা থেকে পালিয়ে মিশরে আশ্রয় নিতে বাধ্য হতে পারে। গত ৭ই অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরাইল। মাঝে সাত দিনের যুদ্ধবিরতি চললেও, আবারও গাজায় বোমা বৃষ্টি চালাচ্ছে দেশটি।
এমন অবস্থায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ সতর্ক করে জানিয়েছে, ইসরাইলি হামলায় ১০ লাখ গাজাবাসী উদ্বাস্তু হয়ে মিশরে আশ্রয় নিতে বাধ্য হতে পারে। এর জন্য দক্ষিণ গাজায় ইসরাইলের হামলাকে দায়ী করেন সংস্থাটির প্রধান। এক্সে করা এক পোস্টে তিনি বলেন, যদি লড়াই অব্যাহত থাকে তাহলে নিশ্চিতভাবেই গাজার বাসিন্দারা দক্ষিণে পালিয়ে যেতে চাইবে এবং এরপর সীমান্তের ওপাশে। এরকম ১০ লাখ মানুষ আছেন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে ইসরাইলের চালানো হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭০০ জন নিহত হয়েছেন। এরফলে ইসরাইলি হামলায় নিহত গাজাবাসীর সংখ্যা ১৬ হাজারের কাছাকাছি পৌছে গেছে। এরমধ্যে ছয় হাজারের বেশি শিশু এবং চার হাজারের বেশি নারী রয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments