টেস্টে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ঘরের মাঠে দিয়ে গেছে হোয়াইটওয়াশের লজ্জা। গতকাল ম্যাচের পঞ্চম দিনে মধ্যাহ্ন বিরতিতে একটি ঘটনা ঘটে। যার ভিডিও এখন সোশ্যাল সাইটে ভাইরাল। ম্যাচে পাকিস্তানি বোলারদের দাপুটে পারফরম্যান্সের মাঝেও দলটির ব্যাটার আবিদ আলি হঠাৎ অন্য কারণে শিরোনামে চলে এলেন।
বুধবার পঞ্চম দিন মধ্যাহ্নভোজের বিরতির সময় সবাই ড্রেসিংরুমে খেতে গেছেন। হঠাৎ দেখা গেল, ড্রেসিংরুম থেকে খাবার প্লেট নিয়ে স্ট্যান্ডের দিকে আসেন আবিদ। গ্যালারির চেয়ারের পাশে সিঁড়িতে বসেছিল একটি বিড়াল। আবিদ নিজের প্লেট থেকে খাবার দেন বিড়ালটিকে। সেই ঘটনার ভিডিও পোস্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সঙ্গে লিখেছে, ক্রিকেটারদের পাশাপাশি আর এক বিশেষ অতিথিও আজ মধ্যাহ্নভোজ খেয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন আবিদ। দুই টেস্টে তিনি করেছেন ২৬৩ রান। যার মধ্যে একটি সেঞ্চুরি এবং আরেকটি হাফসেঞ্চুরিও আছে। শুধু তাই নয়, পাকিস্তানের হয়ে টেস্টে এই বছর সবচেয়ে বেশি রানও করেছেন তিনি। ৯ টেস্টে তার মোট রান ৬৯৫।