বেশ বড় আয়োজনে পরিবার, শোবিজের সহকর্মী ও কাছের মানুষদের নিয়ে সদ্য ধুমধাম আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিয়ের আনুষ্ঠানিকতার পর শ্বশুরবাড়ি এবং নিজের লোকজনদের সঙ্গে সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী। সব ব্যস্ততাকে ছুটি দিয়ে পার করছেন অন্য এক সময়। মিম জানালেন, তার এই সময়টা আরও উপভোগ্য করার জন্য দ্রুতই মধুচন্দ্রিমায় যাচ্ছেন। আগামী ১১ই জানুয়ারি স্বামী সনি পোদ্দারকে নিয়ে মালদ্বীপে উড়াল দিচ্ছেন এ নায়িকা। হানিমুনের এই সফর ৪ দিনের জন্য, এরইমধ্যে একান্তে সময় কাটাতে রিসোর্টও ঠিক করে ফেলেছেন এই নবদম্পতি। তবে মিম জানিয়েছেন, করোনা পরিস্থিতি খারাপ হলে এই হানিমুন শিডিউলে পরিবর্তন আসতে পারে। গত মঙ্গলবার (৪ঠা জানুয়ারি) সনাতন ধর্মরীতি মেনে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিয়ে হয় মিমের।এর আগে গেল বছর জন্মদিনের সন্ধ্যায় (১০ই নভেম্বর) বাগদানের খবর দিয়ে বিদ্যা সিনহা মিম জানান, তার হবু স্বামীর নাম সনি পোদ্দার। বাড়ি কুমিল্লায়। পেশায় তিনি ব্যাংকার। ৬ বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তারপর প্রেম। সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ শিরোনামের একটি সিনেমা।