Saturday, January 28, 2023
spot_img
Homeবিচিত্রমিউজিক ভিডিওর শুটিংয়ে মুখে সাপের কামড় খেলেন গায়িকা

মিউজিক ভিডিওর শুটিংয়ে মুখে সাপের কামড় খেলেন গায়িকা

আজকাল মিউজিক ভিডিওগুলোতেও নানান চমক রাখেন সংগীতশিল্পীরা। গানের পাশাপাশি মিউজিক ভিডিওর দৃশ্যায়নের দিকেও নজর থাকে তাদের। তেমননি সাপ নিয়ে মিউজিক ভিডিওর শুটিং করে তাক লাগাতে চেয়েছিলেন এই গায়িকা। কিন্তু সেই শুটিংয়ের সময় বেশ বিপাকে পড়েন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এ সংবাদ জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, জে-জে’স লেবেল রক নেশন খ্যাত গায়িকা মায়েতাকে মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় মুখে সাপ কামড় দেন। মায়েতা নিজেই তার মুখে ওই সাপের কামড় খাওয়ার ভিডিও তার ভ্যারিফাইড ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। 

ভিডিওতে দেখা গেছে, ২১ বছর বয়সী ওই গায়িকা কালো একটি পোশাক পরে মেঝেতে শুয়ে আছেন। তার শরীরের ওপর কালো রঙের একটি সাপ নড়াচড়া করছে। কয়েক সেকেন্ড পর একজন তার শরীরে একটি সাদা রঙের সাপ ছেড়ে দেন। ঠিক সেই মুহূর্তে কালো সাপটি তার মুখের কাছে এসে থুতনিতে কামড় দেয়। 

অবশ্য সঙ্গে সঙ্গে তিনি সাপটিকে ধরে সরিয়ে দেন। কিন্তু ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। 

ওই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, আপনাদের জন্য ভিডিও বানাতে আমাকে এসবের মধ্যে দিতে যেতে হয়।  

ওই ভিডিওটি প্রায় সাড়ে চার লাখ নেটিজেন দেখেছেন। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments