Wednesday, March 22, 2023
spot_img
Homeবিনোদনমা হয়ে লুকিয়ে রাখাটা নোংরামি: জ্যোতিকা জ্যোতি

মা হয়ে লুকিয়ে রাখাটা নোংরামি: জ্যোতিকা জ্যোতি

শোবিজ অঙ্গনের তারকারা মা হওয়া নিয়ে লুকোচুরি কম করেন না। এইতো কয়েক দিন ধরেই চিত্রনায়িকা শবনম বুবলীর মাতৃত্বের গুঞ্জনে মেতে আছে ঢাকাই সিনেপাড়া। এ নিয়ে নেটদুনিয়ায়ও বইছে সমালোচনার ঢেউ । আর যথারীতি সেই নায়িকাও অন্য তারকাদের মতো লুকোচুরি খেলছেন। এরমাঝেই প্রসঙ্গটিকে ইঙ্গিত করে একটু ভিন্নবার্তা দিয়েছেন দুই পর্দার জনপ্রিয় মুখ গুণী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তার মতে, আধুনিক এই সময়ে একজন নারীর মা হওয়ার ক্ষেত্রে পিতৃপরিচয় জরুরি নয়। কেউ চাইলে সিঙ্গেল মাদার হতেই পারেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জ্যোতি। সেই পোস্টে জ্যোতির লিখেছেন, ‘মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়,অনেক পদ্ধতি রয়েছে। ঠিকঠাক সঙ্গী না পেলে আমিও সিঙ্গেল মাদার হওয়ার কথা ভাবব। তবে মা হয়ে লুকিয়ে রাখাটা নিজেকে যাচ্ছেতাই রকমের ছোট করা, নোংরামি। জানি না এরা কী ধরনের পারসোনালিটি নিয়ে বাঁচে! জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ আর গর্বের অধ্যায়টা একজন নারী কী করে গোপন করে বুঝে আসে না!’

তবে শুধু মা নয়, জ্যোতি ক্ষোভ প্রকাশ করেছেন ওই সকল বাবাদের উপরেও, যারা সন্তানের জন্ম দিয়ে সামনে আসতে ভয় পান, পরিচয় দিতে সংকোচ করেন। তাদের উদ্দেশ্যে জ্যোতি লিখেছেন, ‘এসব লুকানো বাবাদের নিয়ে তো কথা বলাই উচিত না। এরা মানুষ হিসেবে গুণার বাইরে। মানুষ হিসেবে পূর্ণাঙ্গ বিকশিত না হয়ে আরেকটা মানুষ পৃথিবীতে আনার কী দরকার!’

উল্লেখ্য, সম্প্রতি নিজের ফেসবুকে বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। সেই ছবি দেখে পুরনো গুঞ্জন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। শোনা যাচ্ছে, বুবলী আমেরিকায় গিয়ে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সেই সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান। এ জুটির প্রেম, বিয়ে, সন্তানের জন্মদান সবই হয়েছে গোপনে। প্রকাশ হয়নি কিছুই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments