Saturday, April 1, 2023
spot_img
Homeবিনোদনমা হওয়ার বিষয়টি ‘কার্যত’ স্বীকার করলেন বুবলী!

মা হওয়ার বিষয়টি ‘কার্যত’ স্বীকার করলেন বুবলী!

মঙ্গলবার বিকেলে দুটি ছবি প্রকাশ করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন শবনম ইয়াসমিন বুবলী। ওই ছবিতে দেখা যায় বুবলী অন্তঃসত্ত্বা।  ২০২০ সালে অন্তরালে চলে যাওয়ার সময় তোলা ওই ছবি দুটো। সে সময় তিনি নিউ ইয়র্কে অনেকটাই নিভৃতে সময় কাটাচ্ছিলেন।

এদিন শাকিব খান ছেলে অব্রাহাম খান জয়কে নিয়ে ফেসবুকে আবেগময় পোস্ট দিয়েছেন। এর পরেই বুবলী নিজের ‘প্রেগন্যান্সি টাইম’-এর দুটি ছবি প্রকাশ করেন।  

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয় বুবলী মা হয়েছেন। এ বিষয়ে বুবলী গণমাধ্যমের নিকট এই তথ্য নিশ্চিত করেছেন। মা হওয়া প্রসঙ্গে বুবলী সরাসরি বলেন, ‘কিছু ব্যাপার তো আছেই। ’

এই বক্তব্যই বুবলীর মা হওয়ার বিষয়টি নিশ্চিত করে দেয় বলে মনে করছেন সিনেমাসংশ্লিষ্টরা।  

বুবলী মঙ্গলবার রাতে বলেন, ‘আমি একজন মুসলিম, তো এটুকুই বলব আমাদের যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি। কয়েক দিনের মধ্যেই আমি বিষয়টা ক্লিয়ার করে দেব। আর এটি আমার জন্য খুবই সেন্সেটিভ একটি বিষয়। ’ 

তিনি আরো বলেন, ‘আর আমি নিজেও একটা শুটিং স্পটে একটা কাজের মধ্যে আছি। তো সব কিছু মিলে আরো কিছুটা দিন সময় পেলে আমি এটা সবাইকে ডেকে সুন্দরভাবে বিস্তারিত বলতে পারব। ’

মিডিয়ায় দীর্ঘদিন ধরেই আলোচিত, সন্তান জন্ম দেওয়ার জন্যই বুবলী নিউ ইয়র্কে যান। সংশ্লিষ্টরা বলছিলেন, শাকিব খান বুবলীকে নিভৃতে থাকার ব্যবস্থা করে দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments