কাম্প নউয়ে রোববার রাতে লা লিগার ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে টানা তিন হারের হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়াল দলটি।
মায়োর্কাকে হারিয়ে লিগ টেবিলে আবারও দুই নম্বরে ফিরল শাভি এরনান্দেসের দল। মেমফিস ডিপাই স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান সের্হিও বুসকেতস। শেষ দিকে একটি গোল শোধ করে সফরকারীরা।
আগের দিন এস্পানিওলকে হারিয়ে চার ম্যাচ বাকি থাকতে লিগ শিরোপা পুনরুদ্ধার করে রিয়াল মাদ্রিদ। শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার লড়াইয়ে নিজেদের অবস্থান কিছুটা শক্ত করল বার্সেলোনা। ৩৪ ম্যাচে ১৯ জয় ও ৯ ড্রয়ে কাতালান দলটির পয়েন্ট হলো ৬৬।
সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তিনে আছে সেভিয়া। ৬১ পয়েন্ট নিয়ে চার নম্বরে গতবারের চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ। ৫৭ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা রিয়াল বেতিস একটি ম্যাচ কম খেলেছে।