Friday, July 26, 2024
spot_img
Homeখেলাধুলামাহমুদুল্লাহকে সরিয়ে টি-টোয়েন্টিতে অধিনায়ক সোহান

মাহমুদুল্লাহকে সরিয়ে টি-টোয়েন্টিতে অধিনায়ক সোহান

বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারালেন মাহমুদুল্লাহ রিয়াদ। গতবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপসহ দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্স এবং অধিনায়কত্বে তেমন কার্যকর ভূমিকা রাখতে না পারায় তাকে সরিয়ে জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে। গতকাল রিয়াদের সঙ্গে বৈঠক করেই এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নুরুল হাসান সোহানকে শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য অধিনায়ক করা হয়েছে জানিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘আমরা টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো করছি না। তাই নতুন কাউকে দিয়ে চেষ্টা করছি। ঘরোয়া ক্রিকেটে সোহান নিয়মিত অধিনায়কত্ব করছে। তার মধ্যে নেতৃত্বের গুনাবলী আছে বলেই তাকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান বিসিবির এই কর্মকর্তা।  জিম্বাবুয়ে সিরিজে শুধু রিয়াদ নয় বিশ্রাম দেয়া হয়েছে মুশফিকুর রহীম ও সাকিব আল হাসানকেও। 
টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হলেও তামিম ইকবালের অধিনায়কত্বে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ফিরছেন রিয়াদ ও মুশফিকুর রহীম। ছুটিতে থাকায় সাকিব থাকছেন না এই সফরে। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments