ওয়াশিংটন, ০১ মার্চ- যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের প্রতি মাস্ক কেনা বন্ধের অনুরোধ জানিয়েছেন দেশটির সার্জন জেনারেল জেরোম অ্যাডামস। গতকাল শনিবার এক টুইটে তিনি এ অনুরোধ জানান।
টুইট বার্তায় তিনি লেখেন, ‘ফেইস মাস্ক কেনা বন্ধ করুন। করোনাভাইরাস থেকে সাধারণ মানুষের সুরক্ষার জন্য এগুলো কার্যকর নয়। কিন্তু অসুস্থদের সেবা-যত্নের জন্য স্বাস্থ্য সেবাদাতারা যদি তা না পান তাহলে এটা তাদের ও আমাদের কমিউনিটিকে ঝুঁকিতে ফেলবে।’
তিনি আরও লেখেন, ‘হাত ধোয়া, অসুস্থবোধ করলে ঘরে থাকা এবং নিত্যদিনকার প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণই করোনাভাইরাস থেকে সুরক্ষার সবচেয়ে ভালো উপায়।’
করোনাভাইরাস নিয়ে উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ মাস্ক কিনতে লাইন ধরায় স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি এই সুরক্ষা সরঞ্জামের মজুদে টান পড়ায় তিনি এই অনুরোধ করেছেন বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
ফ্লুর রোগী কম হলে করোনাভাইরাস আক্রান্তদের সামাল দিতে প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ বেশি থাকবে বলে লোকজনকে ফ্লুর টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের শীর্ষ পদের এই চিকিৎসক।
সিএনএন বলছে, যুক্তরাষ্ট্রে মাস্কের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধির প্রেক্ষাপটে এই টুইট করা হয়েছে। দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকেই সুরক্ষার অংশ হিসেবে মাস্ক কিনছেন। যদিও যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সেন্টার এবং দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, করোনাভাইরাস ঠেকাতে মাস্কের ব্যবহার অপ্রয়োজনীয়।
ডা. অ্যাডামসের শঙ্কা অনুযায়ী, মাস্কের মজুদ ফুরিয়ে গেলে স্বাস্থ্য সেবাকর্মীরাও সেগুলো পাবে না যদিও তারাই এই রোগ সংক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে।