করোনা সংক্রমণ থেকে বাঁচতে ‘মাস্ক’ কিনতে বের হয়ে ফিরলেন লাশ হয়ে। এমন ঘটনা ঘটেছে ভারতের কসবার। নিহত হওয়া ব্যক্তির নাম সহদেব ঘোষ (১৯)। ‘অসতর্কভাবে’ রেললাইন ধরে হেঁটে যাওয়া এক নারীকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান তিনি। ৫৪-৫৫ বছর সেই নারীকেও বাঁচানো যায়নি।
দেশটির রেল পুলিশ সূত্রের খবর, সন্ধ্যায় ঢাকুরিয়ার দিক থেকে আসছিল ডাউন ক্যানিং লোকাল ট্রেন। তখনই যাদবপুর স্টেশনের কাছে রেললাইন পেরিয়ে পালবাজারের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন সেই নারী। ট্রেন আসার সময় তাকে লাইন পার হতে দেখে অন্য যাত্রীরা চিৎকার করে হুঁশিয়ার করার চেষ্টা করেন। কয়েক জন প্রত্যক্ষদর্শী জানান, তিনি তা খেয়াল করেননি। তখন সহদেব মরিয়া হয়ে তাকে বাঁচাতে ছুটে যান।
কসবার বাসিন্দা সহদেব বাড়ির ছোট ছেলে। তার বাবা-মা ছাড়াও এক ভাই ও এক বোন আছেন। উচ্চ মাধ্যমিক পাস করে চাকরি খুঁজছিলেন তিনি। সহদেবের বাবা দিবাকর ঘোষ হাসপাতালে দাঁড়িয়ে বললেন, ছেলেটা বিকেলে ‘বাবা, যাই মাস্ক কিনে আনি’ বলে বন্ধুদের সঙ্গে যাদবপুর গিয়েছিল। তার ঘণ্টা দেড়েকের মধ্যেই পুলিশ ফোন করে দুর্ঘটনার খবর জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারীটি আপনমনে হেঁটে যাওয়ার সময় সহদেব এবং তার বন্ধুরা রেললাইনের কাছাকাছি ছিলেন। লোকজন চেঁচালেও তিনি তা শুনতে পাচ্ছিলেন না দেখেই ছুটে যান সহদেব। তাকে হেঁচকা টানে রেললাইন থেকে সরানোর চেষ্টা করেন। কিন্তু টাল সামলাতে পারেননি। দু’জনে মিলে রেললাইন থেকে সরে যাওয়ার আগেই ট্রেনটি চলে আসে।