প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ইলন মাস্কের সমালোচনা করে চিঠি লেখায় চাকরি গেছে অন্তত পাঁচ স্পেসএক্স কর্মীর। আসল সংখ্যাটা এর চেয়ে বেশি হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই স্পেসএক্স কর্মী এ তথ্য জানিয়েছেন। ওই চিঠিতে মাস্কের টুইটার ব্যবহারের ধরন নিয়ে সমালোচনা করেছিলেন কর্মীরা।
চিঠিটি লেখা হয় স্পেসএক্সের এক্সিকিউটিভ পদে কর্মরত ব্যক্তিদের উদ্দেশে। মাস্কের সমালোচনা করে লেখা ওই চিঠিতে দেড় দিনের মধ্যে ৪০০ স্পেসএক্স কর্মী সই করেন। চিঠিতে তিনটি দাবি জোড়ালোভাবে তুলে ধরা হয়—ইলন মাস্কের ব্যক্তিগত ব্র্যান্ড থেকে স্পেসএক্সকে আলাদা করা, নেতৃত্ব স্থানীয় সবার মতামতকে আমলে নেওয়া, অগ্রহণযোগ্য যেকোনো আচরণকে ব্যাখ্যা করা।
স্পেসএক্সের প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার গুইন শটওয়েল এক দাপ্তরিক চিঠিতে জানিয়েছেন, ‘চিঠি লেখার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত করা হয়েছে। কয়েকজনকে বরখাস্তের সিদ্ধান্তটি এ রকম অযাচিত চিঠি লেখা থেকে কয়েক হাজার কর্মীকে বিরত রাখবে। ’
সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটির অন্য কর্মীদের ভীত করা, অস্বস্তিতে ফেলা ও ক্ষিপ্ত করে তোলার কারণে চাকরিচ্যুত হয়েছেন তাঁরা। সূত্র : ইকোনোমিক টাইমস