Monday, May 29, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিমার্কিন প্রযুক্তি কম্পানিগুলো ১০ বছর চীনে বিনিয়োগ করতে পারবে না

মার্কিন প্রযুক্তি কম্পানিগুলো ১০ বছর চীনে বিনিয়োগ করতে পারবে না

সরকারি বিনিয়োগপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের কোনো প্রযুক্তি কম্পানি চীনে আগামী ১০ বছরের জন্য অত্যাধুনিক চিপ তৈরি করতে পারবে না। চীনের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে ‘ইউএস চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট’-এর আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। চিপ উৎপাদন খাতে যুক্তরাষ্ট্র সরকার ঘোষিত পাঁচ হাজার ২০০ কোটি ডলার বিনিয়োগের কোনো অংশ পেতে হলে এই নিয়ম মানতে হবে প্রযুক্তি কম্পানিগুলোকে। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্যসচিব জিনা রাইমন্ডো এই তথ্য জানান।

ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি। তারা জানিয়েছে, ‘এটা স্নায়ুযুদ্ধ চালিয়ে যাওয়ারই বহিঃপ্রকাশ। ’ প্রযুক্তি উদ্ভাবনে অবদান রাখতে না পারলেও যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কম্পানিগুলো চীনে বাজার ধরে রাখতে চীনা ফ্যাক্টরিগুলোতে বিনিয়োগ করতে পারবে।

প্রযুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে স্নায়ুযুদ্ধ চলছে যুক্তরাষ্ট্র ও চীনের। গত আগস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রযুক্তি খাতে ২৮ হাজার কোটি ডলারের বিনিয়োগ ঘোষণা করেন। হাই-টেক পণ্য উৎপাদন এবং প্রযুক্তিবিষয়ক বিজ্ঞাননির্ভর গবেষণা, রোবটিক্স ও ওয়্যারলেস কমিউনিকেশন উন্নত করে তুলতে এই বিনিয়োগ কাজে লাগানো হবে।

সূত্র : বিবিসি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments