মার্কিন নাগরিকদের ভ্যাকসিনের অপেক্ষা করার সুযোগ নেই এবং এখনই সঠিক সিদ্ধান্ত নেয়া উচিৎ বলে জানিয়েছে হোয়াইট হাউজ।হোয়াইট হাউজের করোনাভাইরাস সমন্বয়ক ড. ডেবরাহ ব্রিক্স এমন সময় এই কথা বললেন, যখন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ লাখের কাছাকাছি চলে এসেছে। -সিএনএন
তিনি বলেন, ভ্যাকসিনের অপেক্ষা না করে বরং কমিউনিটি ট্রান্সমিশন রোখা জরুরি। ব্রিক্স বলেন, ‘আজকেই সঠিক কাজটি করুন। কারণ, সঠিক কাজটি করতে পারলেই রোগীর সংখ্যা কমে আসবে। ভ্যাকসিনের অপেক্ষা বসে থাকার কোনও মানে নেই।যুক্তরাষ্ট্রে করেরানাভাইরাস সংক্রমণে এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৮৩ হাজারের বেশি। ব্রিক্স বলেন, আমি জানি, আমরা সবসময় পারফেক্ট হতে পারবো না। আমি সকলকে বলবো খামোখা পার্টি করা বন্ধ করুন। নিজের বাঁচুন, নিজের আশেপাশের মানুষকে বাঁচান।
বিশেষজ্ঞরা শুরু থেকেই বলছেন একমাত্র স্বাস্থ্যবিধিই এই রোগটি থেকে সবলকে বাঁচাতে পারে। এসবের মধ্যে রয়েছে, মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ভিড় এড়িয়ে চলা। তবে ব্রিক্সের মতো বিশেষজ্ঞরা বলছেন, মার্কিনিদের বেশিরভাগই এসব তোয়াক্কা করছেন না।