রাশিয়ার অব্যাহত হামলার মুখে মার্কিন নাগরিকদের ইউক্রেন ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যতক্ষন পরিস্থিতি নিরাপদ না হয় ততক্ষণ নিরাপদে আশ্রয় নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার এক বিবৃতিতে দূতাবাস থেকে বলা হয়, রাশিয়া এখন ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। পাশাপাশি সরকারি কার্যালয়গুলোও আর নিরাপদ নয়। এর ফলে বেসামরিক ও বেসামরিক স্থাপনাগুলো এখন হুমকির মধ্যে রয়েছে। তাই মার্কিন দূতাবাস সকল মার্কিন নাগরিককে নিরাপদে আশ্রয় নেয়ার অনুরোধ জানাচ্ছে। আর যদি সম্ভব হয় সুযোগ পাওয়া মাত্র ইউক্রেন ত্যাগ করার আহবানও জানানো হচ্ছে। বিবৃতিতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কার কথা বলে মার্কিন দূতাবাস।
উল্লেখ্য, ক্রাইমিয়া সেতুতে আক্রমণের প্রতিশোধ নিতে ইউক্রেনের বিভিন্ন শহরে বৃষ্টির মতো মিসাইল ছুড়তে শুরু করেছে রাশিয়া। এতে রাজধানী কিয়েভের বিভিন্ন স্থাপনা বিধ্বস্ত হয়েছে। অন্তত ৮ বেসামরিক নিহতের খবর দিয়েছে ইউক্রেন।
এই পরিস্থিতিতেই মার্কিন নাগরিকদের প্রতি এই সতর্কতা জারি করা হলো।